শিমুলিয়া-বাংলাবাজার রুটে লঞ্চ চলাচলের সময় বৃদ্ধি

আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে শিমুলিয়া-বাংলাবাজার ও মাজিরকান্দি নৌরুটে লঞ্চ চলাচলের সময় বৃদ্ধি করা হয়েছে। ভোর ৬টা থেকে রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত এই দুই নৌরুটে লঞ্চ চলাচল করবে। আগামী ২৫ এপ্রিল থেকে ২০ দিনের জন্য নতুন নিয়ম কার্যকর হবে।

লঞ্চ মালিক সমিতির আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক লঞ্চ চলাচলের সময় বৃদ্ধির অনুমোদন দেন।

বিআইডাব্লিউটিএ শিমুলীয়া ঘাটের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মো. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

শিমুলিয়া-বাংলাবাজার ও মাজিরকান্দি নৌরুটে যাত্রী পারাপারে ৮৭টি লঞ্চ সচল রয়েছে। এছাড়াও এ নৌরুটে ১৫৩টি স্পিডবোট ও ৬টি ফেরি সচল রয়েছে।

আরাফাত রায়হান সাকিব/ইএ



from jagonews24.com | rss Feed https://ift.tt/hw5rZHg
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url