তেলের দাম ২২ টাকা বেশি রাখায় জরিমানা ১০ হাজার

ফেনীতে সয়াবিন তেলের দাম ২২ টাকা বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা দিয়েছেন ফেনী শহরের ইসলামপুর রোডের এক ব্যবসায়ী। এক ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে অভিযান চালায় ভোক্তা অধিকার অধিদপ্তর। সেখানে ঘটনার সত্যতা পেয়ে এ জরিমানা করা হয়।

অধিদপ্তর জানায়, ফেনী শহরের ইসলামপুর রোডে রোমনী মহন সাহার দোকান থেকে অভিযোগকারী জামাল উদ্দিন নিয়মিত বাজার করেন। তিনি বিগত কয়েকদিন দেখেন যে, দুই লিটার তেল ক্রয় করলে সান কোম্পানির সয়াবিনের বোতলে ৩১৮ টাকা বিক্রয় মূল্য উল্লেখ থাকে। তবে বিক্রেতা মেমোতে পুষ্টি তেল লিখে ৩৪০ টাকা দাম আদায় করেন। কয়েকদিন এমন প্রতারণার শিকার হয়ে তিনি রোববার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল চাকমা জানান, ক্রেতার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। দোকানি কৌশলে পুষ্টি সয়াবিন তেলের মেমো করে সান তেল বিক্রি করে অতিরিক্ত ২২ টাকা আদায় করছিলেন। ভবিষ্যতে এমন প্রতারণা করবেন না মর্মে তিনি অঙ্গিকার করেছেন। পরে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নুর উল্লাহ কায়সার/এমএইচআর



from jagonews24.com | rss Feed https://ift.tt/7prHzkV
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url