রাইডুর তাণ্ডবের পরও ষষ্ঠ হারের স্বাদ পেলো চেন্নাই

আইপিএলে দুই সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স আর চেন্নাই সুপার কিংসের প্রায় একই অবস্থা এবারের আসরে। মুম্বাই একদম না পারলেও দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর দুটি ম্যাচ জিতেছে চেন্নাই। তবে তাদেরও হারের পাল্লাটাই বেশি ভারি।

রোববার রাতে আসরে নিজেদের ষষ্ঠ হারের মুখ দেখেছে রবীন্দ্র জাদেজার দল। আম্বাতি রাইডুর টর্নেডো ইনিংসের পরও শেষ রক্ষা করতে পারেনি চারবারের চ্যাম্পিয়নরা। পাঞ্জাব কিংস ম্যাচটি জিতে নিয়েছে ১১ রানে।

লক্ষ্য ছিল বেশ বড়, ১৮৮ রানের। ১২ ওভার পার হতে ৮৯ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে পড়ে চেন্নাই। কিন্তু আম্বাতি রাইডু দুর্দান্ত এক ইনিংসে আশা জাগিয়েছিলেন।

১৮তম ওভারের পঞ্চম বলে রাইডু কাগিসো রাবাদার শিকার হন। ৩৯ বলে ৭ চার আর ৬ ছক্কায় দুইশ স্ট্রাইকরেটে ৭৮ করা এই ব্যাটার আউট হওয়ার পরও জেতার সম্ভাবনা ছিল চেন্নাইয়ের। উইকেটে যে ছিলেন দুই হার্ডহিটার মহেন্দ্র সিং ধোনি আর রবীন্দ্র জাদেজা।

কিন্তু ১৩ বলে ৩৫ রান করার মতো মারকুটে ব্যাটিং তারা দেখাতে পারেননি। অর্শদীপ সিংয়ের ১৯তম ওভারে জাদেজা আর ধোনি মিলে নিতে পারেন মাত্র ৮ রান। ম্যাচটা তখনই বলতে গেলে শেষ।

শেষ ওভারে দরকার ছিল ২৭। ধোনি প্রথম বলে রিশি ধাওয়ানকে ছক্কাও হাঁকিয়েছিলেন। পরের বলটি ওয়াইড হলে ৫ বলে দরকার পড়ে ২০। সেখান থেকে ঝড়ো ব্যাটিং করতে পারেননি ধোনি। ৮ বলে ১২ করে আউট হয়ে যান তিনি। জাদেজা ১৬ বলে ২১ রানে অপরাজিত থাকেন।

এর আগে শিখর ধাওয়ানের দারুণ এক ইনিংসে ভর করে ৪ উইকেটে ১৮৭ রানের বড় সংগ্রহ দাঁড় করায় পাঞ্জাব কিংস।

ওয়াংখেড়েতে টস হেরে ব্যাট করতে নেমে ধীর সূচনা করেন মায়াঙ্ক আগারওয়াল। শিখর ধাওয়ানের সঙ্গে ৩৫ বলের উদ্বোধনী জুটিতে ৩৭ তোলেন পাঞ্জাব অধিনায়ক। ২১ বলে মাত্র ১৮ করে লঙ্কান বিস্ময় স্পিনার মাহিশ থিকসানার শিকার হন তিনি।

তবে দ্বিতীয় উইকেটে ধাওয়ানকে নিয়ে রানের গতি বাড়িয়ে নেন ভানুকা রাজাপাকসে। ৭১ বলে তাদের ১১০ রানের বড় জুটিটি শেষ পর্যন্ত ভাঙেন ডোয়াইন ব্রাভো। ৩২ বলে ২টি করে ৪ ছক্কায় ৪২ রান করে ইনিংসের ১৮তম ওভারে আউট হন রাজাপাকসে।

তবে ধাওয়ান ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। ৫৯ বলে ৯ চার আর ২ ছক্কায় ৮৮ রানের দুর্দান্ত এক ইনিংস বেরিয়ে আসে পাঞ্জাব ওপেনারের ব্যাট থেকে।

এমএমআর/এমএইচআর



from jagonews24.com | rss Feed https://ift.tt/OVt70Tk
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url