পতেঙ্গায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার বিমানবন্দর সড়কে নেজাম মার্কেট এলাকায় ট্রাকের ধাক্কায় মো. মামুন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির তদারককারী কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান জাগো নিউজকে জানান, এয়ারপোর্ট রোডের নেজাম মার্কেটের সামনে দুর্ঘটনায় আহত এক যুবককে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ভর্তি করেন। পরে রাত সোয়া ৮টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মামুনের স্বজনরা জানিয়েছেন, তিনি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি আনা নেওয়ার কাজ করতেন। সোমবার সন্ধ্যায় ইফতার করে বাসা থেকে বের হওয়ার পরই সড়ক দুর্ঘটনার শিকার হন।

পতেঙ্গা থানার ওসি কবির হোসেন জাগো নিউজকে বলেন, নেজাম মার্কেটের সামনে ট্রাকের ধাক্কায় মামুন নামের ওই যুবক নিহত হয়েছেন। ঘাতক ট্রাকটির চালক পালিয়ে গেলেও হেলপারকে আটক করা হয়েছে।

ইকবাল হোসেন/এমএইচআর



from jagonews24.com | rss Feed https://ift.tt/lHcE0aG
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url