‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট’ বিজয়ী হলেন দিব্যাংশ-মনুরাজ

ভারতের জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ইন্ডিয়া'স গট ট্যালেন্ট। জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট সিজন ৯’ এর গ্রান্ড ফিনালে।

বিজয়ের ট্রফি নিজের করে নেওয়ার জন্য ফাইনালে লড়েছেন সাত প্রতিযোগী। তারা হলেন ঈশিতা বিশ্বকর্মা, ঋষভ চতুর্বেদী, দিব্যাংশ এবং মনুরাজ, বম্ব ফায়ার ক্রু, ওয়ারিয়র স্কোয়াড, ডেমোলিশন ক্রু এবং বিএস রেড্ডি।

ফাইনালের এই লড়াইয়ে সবার নিজের সেরাটা দিয়ে মুগ্ধ করেছেন বিচারক ও দর্শকদের। কিন্ত বিজয়ীতো হবে একজন। এটাই নিয়ম। সেই নিয়মের সূত্র ধরে বাকি প্রতিযোগীদের পেছনে ফেলে এবারের সিজনে যৌথভাবে বিজয়ী হয়েছেন দিব্যাংশ এবং মনুরাজ।

তারা নিজেদের প্রতিভার বিকাশ ঘটিয়ে নিজেদের ঘরে তুলে নিলেন বিজয়ের ট্রফি। প্রথম রানার আপ হয়েছেন ঈশিতা বিশ্বকর্মা। এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন বম্ব ফায়ার ক্রু।

প্রথম বিজয়ী উপহার হিসেবে পেয়েছেন নগদ বিশ লাখ রুপি ও গাড়ি। কিন্তু প্রতিযোগীদের অবাক করে যেখানে বিজয়ীদের জন্য নির্ধারিত ছিল একটি গাড়ি। সেখানে তাদের দুইজনকে দুটি গাড়ি উপহার দেওয়া হয়।

এছাড়াও পুরস্কার হিসেবে প্রথম ও দ্বিতীয় রানার আপ দুজনেই পেয়েছেন পাঁচ লাখ রুপি।

এবারের সিজনের বিচারক ছিলেন মনোজ মুনতাসির, শিল্পা শেঠি, কিরণ খের এবং বাদশা। এছাড়াও সেলিব্রেটি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাইগার শ্রফ, তারা সুতারিয়া এবং নওয়াজউদ্দিন সিদ্দিকী। অন্যান্যদের মধ্যে ছিলেন 'সুপারস্টার টু সিংগার' এর বিচারক হিমেশ রেশমিয়া এবং হোস্ট আদিত্য নারায়ণ।

আরও ছিলেন পবনদীপ রাজন, অরুনিতা কাঞ্জিলাল, সায়ালি কাম্বলে, মোহাম্মদ দানিশ এবং সালমান আলী। শোয়ের এক পর্যায়ে ভিডিও কলে যোগ দিয়েছিলেন অনুপম খেরও।

এলএ/এএএইচ



from jagonews24.com | rss Feed https://ift.tt/gnXPN2Q
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url