মামলার ২৪ বছর পর যাবজ্জীবন দণ্ড, আসামি পলাতক

চট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকায় ১৯৯৮ সালে এসিড নিক্ষেপের একটি মামলায় মো. কামাল নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৪ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুন্সি আবদুল মজিদ এ দণ্ডাদেশ দেন।

একই সঙ্গে তাকে আরও এক লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও দুই বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন বলে জানা গেছে।

আদালত সূত্রে জানা যায়, চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ সরকারি কমার্স কলেজ রোড এলাকায় ১৯৯৮ সালের ১৭ সেপ্টেম্বর মো. জাকারিয়া নামের এক রেফ্রিজারেশন দোকানের কর্মচারীকে এসিড ছুড়ে চোখ, মুখ ও বুক ঝলসে দেওয়া হয়। এ ঘটনায় ভিকটিম জাকারিয়ার বাবা মো. ইউনুস বাদী হয়ে ডবলমুরিং থানায় মামলা করেন।

দীর্ঘ তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। ২০০৪ সালের ১৫ সেপ্টেম্বর আদালতে অভিযোগ গঠন করা হয়। পুরো বিচারকাজে মোট তিনজনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

বিভাগীয় বিশেষ জজ আদালতের বেঞ্চ সহকারী মো. মূসা জানান, এসিড নিক্ষেপের মামলায় মো. কামাল নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। বিচার চলাকালে আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছেন।

ইকবাল হোসেন/কেএসআর



from jagonews24.com | rss Feed https://ift.tt/gJxiydp
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url