কুমিল্লা সিটি: নৌকার প্রার্থীর ‘বিধি লঙ্ঘন’ তদন্তের নির্দেশ ইসির

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাতের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।

রোববার (১৫ মে) রাতে ইসির যুগ্ম-সচিব আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, এ সংক্রান্ত নির্দেশনা কুমিল্লা জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। একই নির্দেশনা জেলার পুলিশ সুপার (এসপি) ও নির্বাচন কর্মকর্তা বরাবরও পাঠানো হয়।

ইসির উপসচিব (নির্বাচন প্রশাসন) মো. মিজানুর রহমানের সই করা নির্দেশনায় উল্লেখ করা হয়, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর একজন প্রার্থীর একটি মিছিল ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয় ও বাইরে সভা করার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ভিডিও ছড়িয়ে পড়েছে। উল্লেখিত ভিডিও ও প্রাসঙ্গিক অন্যান্য বিষয়ের আলোকে সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬-এর সংশ্লিষ্ট বিধি প্রতিপালন বিষয়টি নিশ্চিত হওয়ার লক্ষ্যে ঘটনার তারিখ, স্থান, সময় ও প্রকৃত ঘটনার বিবরণ সম্পর্কে নিশ্চিত হওয়া প্রয়োজন।

‘এ লক্ষ্যে বিষয়টি তদন্ত করে বিস্তারিত বিবরণসহ (ঘটনার তারিখ, স্থান, সময় ও প্রকৃত ঘটনা) সংশ্লিষ্ট আচরণবিধি প্রতিপালনবিষয়ক তথ্য সংবলিত একটি প্রতিবেদন প্রস্তুত করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনে প্রেরণের জন্য বলা হচ্ছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে ১৬ মে বিকেল ৫টার মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ে তদন্ত প্রতিবেদন প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

নির্বাচনীবিধি অনুযায়ী কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সমাবেশ করতে পারবেন না। এছাড়া নির্বাচনী তফসিল ঘোষণার পর প্রতীক বরাদ্দ পাওয়ার আগে কেউ মিছিল-মিটিং করতে পারবেন না। এ বিধি লঙ্ঘন করলে জরিমানা ছাড়াও প্রার্থিতা বাতিল হওয়ার বিধান রয়েছে।

কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আরফানুল হক রিফাত। তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গত ১৩ মে সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের ‘স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড’র সভায় তাকে মনোনয়ন দেওয়া হয়।

এদিকে, ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ মে, মনোনয়নপত্র বাছাই ১৯ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ২২ মে পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ২৫ মে’র মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৬ মে। প্রতীক বরাদ্দ ২৭ মে এবং ভোটগ্রহণ ১৫ জুন‌।

এইচএস/এএএইচ



https://ift.tt/TdRpqbm
from jagonews24.com | rss Feed https://ift.tt/y6sUgrH
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url