জনগণ বাধ্য হয়ে আন্দোলনে নামতে পারে: চরমোনাই পির

ভোজ্যতেল, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য প্রত্যাহার করে জনগণের দুর্ভোগ লাঘব করতে আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

তিনি বলেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে জনগণের রুদ্ররোষ সৃষ্টি হচ্ছে। ফলে জনগণ যেকোনো সময় সরকারের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনে নামতে বাধ্য হতে পারে।

সোমবার (১৬ মে) এক বিবৃতিতে চরমোনাই পির এসব কথা বলেন।

বিবৃতিতে তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের যখন নাভিশ্বাস উঠছে, সে সময় ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি করে সরকার জনগণের সঙ্গে প্রহসন করছে। জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই বলেই দিন দিন ভোগ্যপণ্যের দাম বেড়েই চলছে।

চরমোনাই পির বলেন, ক্ষমতাসীন দল আবারও প্রহসনের নির্বাচন আয়োজনের চেষ্টা করছে। জনগণের প্রত্যাশা নির্বাচনকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টি করবেন।

বিবৃতিতে জনগণকে নিজেদের অধিকার আদায়ে রাজপথে বলিষ্ঠ ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানান মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

এমআইএস/কেএসআর



https://ift.tt/0RfLM2b
from jagonews24.com | rss Feed https://ift.tt/bL892To
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url