ঈদের দিন চট্টগ্রাম চিড়িয়াখানায় উপচেপড়া ভিড়
ঈদের দিন চট্টগ্রাম চিড়িয়াখানায় উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। মঙ্গলবার (৩ মে) চিড়িয়াখানায় প্রায় সাড়ে ১২ হাজার দর্শনার্থীর সমাগম হয়েছে। গত দুবছরের ন্যায় এবার করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ঈদে বিনোদনকেন্দ্রগুলোতে ভিড় করেছেন ভ্রমণপিপাসুরা। বিশেষ করে চট্টগ্রাম চিড়িয়াখানায় দর্শণার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে। চিড়িয়াখানা ঘুরে এ চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, বাড়তি বিনোদনের আশায় সকাল থেকেই প্রিয়জনদের নিয়ে চিড়িয়াখানায় এসেছেন বিনোদন প্রেমিরা। দূর-দূরান্ত থেকে ঈদে আসা দর্শনার্থীরা বানর, ভাল্লুক, বাঘ, সিংহ, হাতি, জিরাফ, জেব্রা, হরিণ, সাদা হিংস, উটসহ বেশ কয়েকটি সেডের সামনে ভিড় জমায়। তাদের কেউ কেউ অতি উৎসাহী হয়ে প্রাণিদের খাবার দিচ্ছেন।
ঈদের দিন দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে এসেছেন রংপুরের রমিজ উদ্দিন। তিনি বলেন, ঈদে বাড়ি যেতে পারিনি। এখানে কোনো আত্মীয়-স্বজনও নেই। পরিচিত অনেকেও গ্রামের বাড়িতে চলে গেছেন। তাই পরিবার নিয়ে চিড়িয়াখানায় এসেছি। আমি আগে একা একবার এসেছিলাম। এবার পরিবার নিয়ে এসেছি। চট্টগ্রাম চিড়িয়াখানা আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে। পরিবার নিয়ে সময় কাটানোর জায়গা এ চিড়িয়াখানা।’
আসলাম হোসেন নামে এক যুবক বলেন, ঈদের দিনে সময় কাটানোর জন্য চিড়িয়াখানায় এসেছি। এখানে পশুগুলো দেখলে মন ভালো হয়ে যায়। চিড়িয়াখানার অভ্যন্তরীণ পরিবেশ আগের চেয়ে অনেক দৃষ্টিনন্দন হয়েছে।
চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ জাগো নিউজকে জানান, ‘ঈদের দিন প্রায় সাড়ে ১২ হাজার দর্শণার্থী এসেছে চিড়িয়াখানায়। করোনা মহামারির কারণে গত দুই ঈদে বিনোদনস্পটগুলোতে দর্শনার্থী ছিল না। এবার স্বাস্থ্যবিধি নিয়ে কোনো নির্দেশনা না থাকায় বিনোদনকেন্দ্রগুলোতে লোকজন আসা শুরু করেছে। চিড়িয়াখানাতেও লোকজন আসছেন। ঈদের দিন কিছু কম হলেও সামনের দুয়েকদিন দর্শনার্থী আরও বাড়বে বলে আশাপ্রকাশ করেন তিনি। বর্তমানে প্রতিটি টিকিটের মূল্য নেওয়া হচ্ছে ৫০ টাকা। এতে ঈদের দিনে ৬ লাখ টাকার বেশি আয় হয়েছে বলেও যোগ করেন তিনি।’
ইকবাল হোসেন/এমএএইচ/
https://ift.tt/RQ9UxJf
from jagonews24.com | rss Feed https://ift.tt/QP18329
via IFTTT