ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী

ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে আরও সুসংগঠিত করতে অতীতের সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলের স্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

শনিবার (৭ মে) বিকেলে রাজশাহীর চারঘাট উপজেলার ভায়ালক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সামনের নির্বাচনে নৌকার গণজোয়ার সৃষ্টি করতে হবে। জনগণকে জানান দিতে হবে নৌকা মানেই উন্নয়নের প্রতীক। নৌকা মানেই কাদামাটির রাস্তায় পিচ ঢালাই। নৌকা মানেই খেটে খাওয়া মানুষের ভাগ্যোন্নয়ন। প্রতিটি পাড়া-মহল্লায় বর্তমান সরকারের উন্নয়নের কথা জানান দিতে হবে।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ প্রামানিকের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন। এসময় বক্তব্য দেন চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চারঘাট উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব মো. ফকরুল ইসলাম।

সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকিরুল ইসলাম সান্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র একরামুল হক, ভায়া লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইয়াদ আলী, উপজেলা যুবলীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান মামুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মামুন তুষার ও সাধারণ সম্পাদক রায়হানুল হক রানা প্রমুখ।

পরে ঘোষিত লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসেবে আবু তালেব মোল্লার নাম ঘোষণা করা হয়।

ফয়সাল আহমেদ/এমকেআর



https://ift.tt/Tlx8Kpf
from jagonews24.com | rss Feed https://ift.tt/Tkgp9XG
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url