কুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত চারজনের দাফন সম্পন্ন

কুষ্টিয়া সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত চারজনের দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৩ মে) দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করে পুলিশ। এরপর নিজ বাড়িতে নিহতদের মরদেহ নিয়ে যান স্বজনরা। বিকেলে জানাজা শেষে সবার মরদেহ দাফন করা হয়।

ঈদের আগের দিন এ ঘটনা ঘটনায় ঈদের দিন এলাকায় শোকের মাতম চলছে। ঈদ আনন্দ রূপ নিয়েছে বিষাদে। গ্রামজুড়ে কান্না আর আহাজারি।প্রিয়জন হারিয়ে শোকে মুহ্যমান স্বজনরা।

এর আগে সোমবার (২ মে) ইফতারির আগে কুষ্টিয়ার ঝাউদিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝাউদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান কেরামত আলী বিশ্বাস এবং ফজলু মণ্ডল গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আটজনকে আশঙ্কাজনক অবস্থায় ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত ব্যক্তিরা হলেন- মৃত হোসেন আলীর ছেলে কাশেম (৫০), দাদি মণ্ডলের ছেলে লাল্টু (৩০), আব্দুল মালিথার ছেলে রহিম (৫০) ও আফজাল মণ্ডলের ছেলে মতিয়ার (৪০)।

নিহতদের ময়নাতদন্ত সম্পন্ন করেন ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান জনি। তিনি জাগো নিউজকে জানান, চারজনকেই ধারালো অস্ত্র দিয়ে শরীরে উপর্যুপরি একাধিক আঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, এ ঘটনায় মঙ্গলবার পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি। তবে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান রতন জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সংঘর্ষের পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আল-মামুন সাগর/এমএএইচ/



https://ift.tt/F12r63d
from jagonews24.com | rss Feed https://ift.tt/nKfW8Qh
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url