একাদশে মাইগ্রেশন শুরু চলতি মাসে

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের কলেজ বা বোর্ড পরিবর্তনের (মাইগ্রেশন) আবেদন চলতি মাসের শেষে অনলাইনে শুরু হবে।

বুধবার (১৮ মে) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার এ তথ্য জানান।

তিনি বলেন, একাদশে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম গতকাল (মঙ্গলবার) শেষ হয়েছে। এখন প্রয়োজনীয় তালিকা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) আমাদের কাছে পাঠাবে। এরপর আমরা কিছু প্রশাসনিক কাজ শেষ করে মাইগ্রেশনের কার্যক্রম শুরু করবো।

কবে নাগাদ মাইগ্রেশন কার্যক্রম শুরু হতে পারে এমন প্রশ্নে তিনি বলেন, আশা করছি চলতি মাসের শেষে মাইগ্রেশন কার্যক্রম শুরু হবে।

একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয় ১২ এপ্রিল। যা চলে ১৭ পর্যন্ত। আর একাদশে ভর্তি শুরু হয় ১৯ ফেব্রুয়ারি, পাঁচ ধাপে যা চলে ২৮ মার্চ পর্যন্ত।

এমএইচএম/আরএডি

 

 



https://ift.tt/lZbTLED
from jagonews24.com | rss Feed https://ift.tt/DwodqrZ
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url