২৪ হাজার নকল ওষুধসহ একজন গ্রেফতার

রাজধানীর বংশাল থানা এলাকা থেকে ২৩ হাজার ৮৫০ পিস নকল নেপ্রোক্সেন প্লাস ট্যাবলেটসহ (ওষুধ) এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।

মঙ্গলবার (২৪ মে) এ তথ্য জানান অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. সাইফুল আলম মুজাহিদ।

তিনি বলেন, বংশাল থানার ৫৭ মিটফোর্ড ভান্ডারি মেডিসিন মার্কেটের ইসলাম ড্রাগসের গোডাউনে নকল ওষুধ মজুত ও বিক্রির তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

'অভিযানে গোডাউন থেকে ২৩ হাজার ৮৫০ নকল নেপ্রোক্সেন প্লাস ট্যাবলেট জব্দ করা হয় এবং ইসলাম ড্রাগসের মালিক নাজিমুল ইসলামকে গ্রেফতার করা হয়।'

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সাইফুল আলম বলেন, গ্রেফতার নাজিমুল নকল ওষুধ বিক্রির জন্য তার গোডাউনে মজুত করেন।

নাজিমুলের বিরুদ্ধে বংশাল থানায় করা মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান গোয়েন্দা এই কর্মকর্তা।

টিটি/এমপি



https://ift.tt/bM4Sk09
from jagonews24.com | rss Feed https://ift.tt/hNgkufs
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url