স্বস্তিতে আছি, ৫০০ ছাড়াতে চাই আমরা: মেন্ডিস

চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে প্রায় সমানে-সমান দুই দল। শ্রীলঙ্কার ৪ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ দল। অন্যদিকে অ্যাঞ্জেলো ম্যাথিউজের অনবদ্য সেঞ্চুরিতে ২৫৮ রান করেছে সফরকারীরা।

এখান থেকে দ্বিতীয় দিন শ্রীলঙ্কাকে ৪০০ রানের আগে আটকানোর ইচ্ছা বাংলাদেশ দলের। তবে লঙ্কানরা চায় প্রথম ইনিংসে পাঁচশর বেশি রান করে স্বাগতিকদের ওপর চাপ তৈরি করতে। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান ৫৪ রান করা কুশল মেন্ডিস।

প্রথম দিন শেষে স্বস্তি আছে কি না জানতে চাইলে মেন্ডিস বলেছেন, ‘হ্যাঁ স্বস্তি তো আছেই। আমরা ২৫৮ রানে শেষ করেছি। আমি মনে করি এটি প্রথম দিনের জন্য ভালো সংগ্রহ। এই উইকেটে ৪০০-৫০০ রান ভালো স্কোর হবে। আমরা চারশর বেশি..., পাঁচশও ছাড়াতে চাই।’

প্রায় একই কথা বলেছেন বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট সেঞ্চুরি করা ম্যাথিউজও। প্রথম ইনিংসেই যত বেশি সম্ভব রান করে রাখতে চান তিনি। কেননা ম্যাচের শেষ ভাগে উইকেটে স্পিন ধরতে পারে বলে মনে করেন ম্যাথিউজ।

নিজের ব্যাটিং সম্পর্কে জানতে চাইলে লঙ্কানদের এ সাবেক অধিনায়ক বলেছেন, ‘ব্যাটিংয়ের জন্য এটি খুব ভালো উইকেট। আশা করি তৃতীয় ও চতুর্থ দিনে টার্ন করবে। তাই প্রথম ইনিংস গুরুত্বপূর্ণ। যত বেশি সম্ভব রান করে রাখতে চাই আমরা।’

এসএএস/আইএইচএস/এএএইচ



https://ift.tt/TdRpqbm
from jagonews24.com | rss Feed https://ift.tt/GmzCXjF
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url