দ্রুতই ঢাকা কলেজ ছাত্রলীগের কমিটি দেওয়া হবে: জয়

ঢাকা কলেজ ছাত্রলীগের কমিটি ‘দ্রুত সময়ের মধ্যেই’ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয়।

শনিবার (১৪ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জয় এ কথা বলেন।

আল নাহিয়ান খান জয় বলেন, ‘ঢাকা কলেজে দীর্ঘদিন আগে একটি আহ্বায়ক কমিটি ছিল। আমার মনে হয়, সেই কমিটির অনেকেই নেই। তারা চলে গেছেন। আশা করি- দ্রুত সময়ের মধ্যেই ঢাকা কলেজে কমিটি দিতে পারবো।’

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বলেন, ‘দীর্ঘদিন ঢাকা কলেজে কমিটি না থাকায় নেতৃত্বের শূন্যতা তৈরি হয়েছে। সেই শূন্যতা আমরা পূরণের চেষ্টা করছি। যোগ্য নেতৃত্বের মাধ্যমে ঢাকা কলেজে ছাত্রলীগের যে অচলাবস্থা হয়েছে, তা ভেঙে আমরা দ্রুত সময়ের মধ্যে কমিটি দেবো।’

তবে ঠিক কবে নাগাদ কমিটি দেওয়া হবে, তা নিয়ে সুনির্দিষ্ট কিছু জানাননি আল নাহিয়ান খান জয়।

২০১৩ সালের ২৯ নভেম্বর রাতে ঢাকা কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হন। এ ঘটনার জেরে ৩০ নভেম্বর ঢাকা কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়। ওই কমিটিতে সভাপতি ছিলেন ফুয়াদ হাসান পল্লব ও সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন সাকিব হাসান সুইম। ওই সংঘর্ষের ঘটনায় সাধারণ সম্পাদক সুইমসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে বহিষ্কারও করা হয়।

এ ঘটনার দীর্ঘ তিন বছর পর ২০১৬ সালের ১৭ নভেম্বর তিন মাসের জন্য নুর আলম ভূইয়া রাজুকে আহ্বায়ক করে একটি আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় ছাত্রলীগের তৎকালীন সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। এরপর ২০১৭ সালের ২২ জানুয়ারি দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজ শাখার আহ্বায়কসহ ১৯ নেতাকর্মীকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

নাহিদ হাসান/এএএইচ



https://ift.tt/J28n3t4
from jagonews24.com | rss Feed https://ift.tt/8EV4dil
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url