সন্তানকে কোলে রাখলেন শিক্ষক, পরীক্ষা দিলেন ছাত্রী

শিশু বাচ্চাকে সঙ্গে নিয়ে পরীক্ষা দিতে এসেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। বাচ্চাকে কোলে নিয়েই পরীক্ষায় বসেন তিনি। এই দৃশ্য দেখে এগিয়ে যান কোর্স শিক্ষক কামরুল ইসলাম। পরীক্ষার পুরোটা সময় শিশুটিকে কোলে রাখেন তিনি।

মঙ্গলবার (৩১ মে) বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের পরীক্ষা কেন্দ্রে এ চিত্র দেখা যায়। এরই মধ্যে এ ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ছবিতে দেখা যায়, ছাত্রী ফাতেমা আক্তারের মেয়ে কোলে নিয়ে হলে দায়িত্ব পালন করছেন সহকারী অধ্যাপক কামরুল ইসলাম।

ফাতেমার সহপাঠী কানিজ ফাতেমা বলেন, আজ আমাদের মিডটার্ম পরীক্ষার ক্লাস টেস্ট ছিল। পরীক্ষা দেওয়ার সময় আমার এক সহপাঠী তার শিশু মেয়েকে নিয়ে আসেন। এসময় পরীক্ষা দিতে তার সমস্যা হচ্ছিল। পরে কামরুল ইসলাম স্যার শিশুটিকে পরীক্ষার পুরোটা সময় কোলে রাখেন। এরকম শিক্ষক যেন আমাদের মাথার উপর বিশাল ছায়া।

শিক্ষক কামরুল ইসলাম জাগো নিউজকে বলেন, আজ পরীক্ষার শুরু হওয়ার পর আমি দেখছিলাম ফাতেমা আক্তার তার বাচ্চাকে বেঞ্চের এক পাশে রেখে পরীক্ষা দিতে চেয়েছিলেন। কিন্তু পরীক্ষা দিতে পারছিলেন না। পরীক্ষা দেওয়ার সময় শিশুটি বিরক্ত করছিল। এই অবস্থা দেখে আমি তার বাচ্চাকে কোলে নিয়ে রেখেছি। প্রথমদিকে সে একটু কান্নাকাটি করেছিল। পরে প্রায় এক ঘণ্টার মতো আমার কাছে ছিল।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য ডে–কেয়ার সেন্টার বা স্বেচ্ছাসেবী রাখা দরকার। যেসব মেয়েরা বাচ্চা নিয়ে পড়াশোনা করেন, তারা যেন পরীক্ষার সময় বাচ্চাকে এখানে রেখে ভালোভাবে পরীক্ষা দিতে পারেন।

শান্ত রায়হান/আরএডি



https://ift.tt/nJosS3q
from jagonews24.com | rss Feed https://ift.tt/hqdNuxm
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url