হোম ইকনোমিক্সে ছাত্রলীগের প্রোগ্রামে না যাওয়ায় ছাত্রীকে মারধর!

রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সে (হোম ইকনোমিক্স কলেজ) ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ায় এক ছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম জিনিয়া খানম মিশি৷ তিনি প্রতিষ্ঠানটির শেখ হাসিনা হলের আবাসিক ছাত্রী ৷

বৃহস্পতিবার (৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে৷ পরে আহত অবস্থায় উদ্ধার করে ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ বর্তমানে ভুক্তভোগী শিক্ষার্থী সেখানেই চিকিৎসাধীন।

ভুক্তভোগী শিক্ষার্থী ছাড়াও ওই হলের একাধিক আবাসিক শিক্ষার্থী জাগো নিউজকে জানান, নতুন কমিটির সহ-সভাপতি বিথী দত্ত, পপি খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক সাবরিনা রহমান চৈতি, প্রান্ত দত্ত স্নিগ্ধা, সাংগঠনিক সম্পাদক ইসরাত জাহান মিষ্টি, মাহবুবা ফূর্তিসহ বেশ কয়েকজন ছাত্রলীগ কর্মী শেখ হাসিনা হলের ৩১৮ নং কক্ষে ঢুকে নিশির ওপর হামলা করে৷ এসময় নিশির মোবাইল ফোন এবং স্বর্ণের গলার হার নিয়ে যায় হামলাকারীরা৷ হামলায় অংশ নেওয়া সবাই হোম ইকোনমিক্স কলেজ ছাত্রলীগের সভাপতি শারমিন সুলতানা সনির অনুসারী৷

ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন জিনিয়া খানম মিশি মুঠোফোনে জাগো নিউজকে বলেন, আমার ওপর অতর্কিত হামলা করেছে৷ আমি খুবই অসুস্থ ৷ আমি প্রোগ্রামে যাইনি বলে আমাকে এসে মারধর করেছে৷ ওরা সবসময় আমাদের ওপর ফোর্স করে৷ আমার মেবাইল, গলার হারও নিয়ে গেছে৷

কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শারমিন সুলতানা সনির ইন্দনে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মেহেবুবা আফসানা৷

তিনি বলেন, ওরা (হামলাকারীরা) অনেকদিন ধরে মেয়েদের ডিস্টার্ব করছে৷ গতকাল (বৃহস্পতিবার) মিশি একটা রুমে বসা ছিলো৷ সভাপতির অনুসারীরা এসে রুমের লাইট বন্ধ করে তাকে মারধর করছে ৷ সভাপতির ইন্দন ছাড়া মেয়েরা এত সহস পাবে না ৷

হামলার অভিযোগ বিষয়ে জানতে চাইলে কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবরিনা রহমান চৈতি বলেন, ‘কে মারছে? আপনাকে এ খবর কে দিছে? এগুলো সব মিথ্যা কথা’ ৷ এরপর ‘আপনি ভুল নম্বরে কল করেছেন’ বলে তিনি ফোনের লাইন কেটে দেন৷

হোম ইকনোমিক্স কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকলিমা আক্তার প্রভাতী বলেন, আমি এ বিষয়ে কিছু জানিনা ৷ গতকাল ঢাকার বাইরে ছিলাম ৷ ঘটনা শুনেছি৷ একটু পরে ম্যামরা ডেকেছেন৷ আমরা ম্যামদের সাথে বসবো৷

jagonews24

কলেজ ছাত্রলীগের সভাপতি শারমিন সুলতানা সনি জাগো নিউজকে বলেন, আমি গতকাল গোপালগঞ্জ ছিলাম ৷ আজ (শুক্রবার) ভোর পাঁচটায় হলে আসছি৷ কাকে মারধর করছে, কে করছে, হাসপাতালে কে ভর্তি এসব বিষয়ে কিছুই জানি না৷

শিক্ষার্থীকে মারধরের বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর ইসমাত রুমিনা জাগো নিউজকে বলেন, আমাদের কলেজে এমন কোনো ঘটনা ঘটেনি। যা শুনেছেন তা সম্পূর্ণ মিথ্যা ও ভুয়া। আপনারা হাসপাতালে গিয়ে খোঁজ নিয়ে দেখেন এ নামে (জিনিয়া খানম মিশি) কেউ আছে কি না।

অধ্যক্ষের কথা ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে ভুক্তভোগী শিক্ষার্থীকে হাসপাতালের পুরাতন বিল্ডিংয়ের ২০৩ নম্বর ওয়ার্ডের ১৩ নম্বর বেডে চিকিৎসাধীন অবস্থায় দেখা যায়। পরে অধ্যক্ষকে বিষয়টি জানানো হলে তিনি বলেন, সে (জিনিয়া) নিজেই মারামারি করতে গিয়েছিল। অন্যজনকে মারতে গিয়ে সে আহত হয়েছে।

এ ঘটনায় কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, জানতে চাইলে অধ্যক্ষ ইসমাত রুমিনা বলেন, আমরা শিক্ষকরা মিটিংয়ে বসেছি। এটা নিয়ে তদন্ত কমিটি করবো। কেউ দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে কলেজ প্রশাসন ব্যবস্থা নেবে।

নাহিদ হাসান/এমকেআর



https://ift.tt/URnPGd3
from jagonews24.com | rss Feed https://ift.tt/kxdyOfm
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url