বন্যায় সারাদেশের সঙ্গে বিচ্ছিন্ন সুনামগঞ্জ

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জ-সিলেট সড়কের গোবিন্দগঞ্জ এলাকা প্লাবিত হয়ে পড়েছে। এতে করে বিচ্ছিন্ন হয়ে গেছে সারাদেশের সঙ্গে সুনামগঞ্জের সড়ক যোগাযোগ।

বৃহস্পতিবার (১৬ জুন) বিকেলে দেখা যায়, পাহাড়ি ঢলের পানিতে গোবিন্দগঞ্জ এলাকার মূল সড়ক প্লাবিত হয়ে পড়েছে। এরপর রাত ১০টায় পানির গতি বেশি হওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বর্তমানে ওই সড়ক দিয়ে কোনো দূরপাল্লার যান যেতে পারছে না। এদিকে সুনামগঞ্জে টানা কয়েকদিন ধরে বৃষ্টি অব্যাহত রয়েছে। সুরমা নদীর পানিও প্রবাহিত হচ্ছে বিপদসীমার ওপর দিয়ে।

জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন জাগো নিউজকে বলেন, সড়ক প্লাবিত হয়ে সারাদেশের সঙ্গে সুনামগঞ্জের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে।

জেডএইচ/



https://ift.tt/oC8E9zX
from jagonews24.com | rss Feed https://ift.tt/4PI35lS
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url