চট্টগ্রামে নির্বাচনের পরদিন স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন

চট্টগ্রামে খুন হয়েছেন এক স্বেচ্ছাসেবক লীগ নেতা। বৃহস্পতিবার (১৬ জুন) রাত সাড়ে আটটার দিকে কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম রমজান আলী (২৫)। তিনি চরপাথরঘাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসুর গোস্টি বাড়ির বাদশা ফকিরের ছেলে। এছাড়া কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পাঠাগার সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৫ জুন) চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়। এতে ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচিত হন সাইদুল হক। নির্বাচনে তিনি ৯ ভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসহাককে পরাজিত করেন। এদিকে নিহত রমজান আলী পরাজিত প্রার্থী ইসহাকের পক্ষে কাজ করেছিলেন।

jagonews24

এলাকাবাসী জানায়, নির্বাচনী প্রচারণার সময় সাইদুল হক মেম্বারের পক্ষের লোক শহীদুলের সঙ্গে কথা কাটাকাটি হয় রমজানের। সবশেষ বৃহস্পতিবার রাতে ডায়মন্ড সিমেন্ট কারখানা সংলগ্ন এলাকায় পুনরায় কথা কাটাকাটি হয় তাদের। এসময় শহীদুল ইসলামসহ চার পাঁচজন রমজান আলীর ওপর হামলা চালায়। হামলায় ছুরিকাঘাত করা হয় রমজানকে। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে রাত ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ জাগো নিউজকে বলেন, নিহত রমজান আলী কেনাকাটার জন্য স্থানীয় দোকানে এসেছিলেন। এসময় ৬-৭ জন মিলে তাকে মারধর করে। এরমধ্যে একজন রমজান আলীকে ছুরিকাঘাত করেন।

তবে কেন এই হামলা, সে বিষয় নিশ্চিত করতে পারেননি ওসি দুলাল মাহমুদ। ঘটনায় জড়িতের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি।

ইকবাল হোসেন/জেডএইচ/



https://ift.tt/1ioTD9S
from jagonews24.com | rss Feed https://ift.tt/eh83OXd
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url