বাঁশখালীতে নির্মাণাধীন পাওয়ার প্ল্যান্টে বিস্ফোরণ, আহত এক

চট্টগ্রামের বাঁশখালীতে নির্মাণাধীন কয়লা বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে মো. শাহাদাত (২২) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৫ জুন) বিকেল সোয়া তিনটায় এস এস পাওয়ার প্ল্যান্টে এ দুর্ঘটনা ঘটে। আহত শাহাদাত বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের আবদুল মান্নানের ছেলে। বিদ্যুৎকেন্দ্রটি দেশের শীর্ষস্থানীয় একটি শিল্প গ্রুপের মালিকানাধীন বলে জানা গেছে।

এসএস পাওয়ার প্ল্যান্ট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক লিটন চাকমা জাগো নিউজকে জানান, একজন শ্রমিক রংয়ের ব্লেন্ডিং করার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে পাশে থাকা রংয়ের কৌটায় আগুন লেগে বিস্ফোরিত হয়। এসময় ওই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, বিস্ফোরণে শাহাদাতের ডান হাতের কনুই ও ডান পা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

এমএএইচ/



https://ift.tt/VYqDUB4
from jagonews24.com | rss Feed https://ift.tt/XC7lkjH
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url