আগ্রাবাদে জাল রেভিনিউ স্ট্যাম্পসহ দুই প্রতারক গ্রেফতার

চট্টগ্রামের আগ্রাবাদ এলাকা থেকে জাল রেভিনিউ স্ট্যাম্পসহ জালিয়াত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার বিকেল সাড়ে চারটার দিকে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকার মায়া এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান থেকে তাদের গ্রেফতার করা হয়। ২৮ জুন (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৭ এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- নোয়াখালীর চাটখীল থানার ফরেকুট গ্রামের মৃত রমজান আলী পাটোয়ারীর ছেলে মো. ইদ্রিস পাটোয়ারী (৫৫) এবং একই গ্রামের একজন কিশোর (১৫)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জাগো নিউজকে বলেন, আগ্রাবাদ এলাকার মায়া এন্টারপ্রাইজ নামের দোকানে বিভিন্ন মূল্যমানের জাল রেভিনিউ স্ট্যাম্প মজুত রেখে গোপনে বিভিন্ন লোকজনের কাছে ক্রয়-বিক্রয় করে আসছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে অভিযান চালিয়ে দুই
ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের হেফাজতে থাকা বিপুল পরিমাণ জাল রেভিনিউ স্ট্যাম্প জব্দ করা হয়।

তিনি বলেন, তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।

ইকবাল হোসেন/এমএইচআর



https://ift.tt/kH6ejdB
from jagonews24.com | rss Feed https://ift.tt/byLoaDW
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url