শেখ হাসিনার রাজনৈতিক মানদণ্ড সবাইকে অনুসরণ করতে হবে: পরশ

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ‘শেখ হাসিনা যে রাজনৈতিক মানদণ্ড স্থাপন করেছেন, সেটি সবাইকে অনুসরণ করতে হবে। সততা ও নিষ্ঠার সঙ্গে গণমানুষের অধিকার আদায়ে কাজ করতে হবে। আগামীতে এ দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।’

রোববার (১২ জুন) ‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কারামুক্তি ও গণতন্ত্রের মুক্তি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এ আলোচনা সভার আয়োজন করে।

শেখ ফজলে শামস পরশ বলেন, ‘শেখ হাসিনা সেদিন মুক্তি পেয়েছিলেন বলেই আমরা দেশপ্রেমী সরকার পেয়েছি। আওয়ামী লীগ সরকার বাংলাদেশের একমাত্র দেশপ্রেমী সরকার। কিন্তু আজও সুযোগসন্ধানী মহল এবং বিএনপি তাদের সংকীর্ণ, আত্মকেন্দ্রিক রাজনীতির কারণে দেশপ্রেমী সরকারকে উচ্ছেদের ষড়যন্ত্রে লিপ্ত।’

তিনি বলেন, ‘১১ জুন শেখ হাসিনার মুক্তির মধ্যদিয়ে এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে আসে। বিকাশ ঘটে গণতন্ত্র ও উন্নয়নের। শেখ হাসিনার নেতৃত্বেই বাঙালির গণতন্ত্র পুনরুদ্ধার হয়। সেই থেকেই তিনি আমাদের গণতন্ত্রের আলোকবর্তিকা, মাদার অব হিউম্যানিটি, জননেত্রী শেখ হাসিনা।’

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সঞ্চালনা করেন যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

এসইউজে/এএএইচ



https://ift.tt/a0MlK14
from jagonews24.com | rss Feed https://ift.tt/oGOgyAP
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url