বিএনপিকে ধ্বংস করা মাত্র সময়ের ব্যাপার: নাছির
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেছেন, জিয়াউর রহমান এবং বিএনপি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড ট্র্যাজেডির মূল রূপকার। তারা আবারও মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির এজেন্ডা বাস্তবায়ন করতে চায়।
তিনি আরও বলেছেন, তারা হত্যার রাজনীতি চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৯ বার হত্যা প্রচেষ্টায় ব্যর্থ হয়ে এবার আবার ডাক দিয়েছে ৭৫-এর হাতিয়ার গর্জে উঠুক। এর বিরুদ্ধে একটিই জবাব, ৭১-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার সময় এসেছে। শেখ হাসিনার কাছ থেকে একটি মাত্র হুকুমের অপেক্ষা। বিএনপিকে ধ্বংস করা মাত্র সময়ের ব্যাপার।
শনিবার (৪ জুন) বিকেলে জেলা পরিষদ চত্বরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তারা গণতন্ত্র, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ এসবের সঙ্গে নেই। তাদের একমাত্র উদ্দেশ্য এই দেশকে পাকিস্তান বানানো। যারা ৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করে পাকিস্তান বানাতে চেয়েও ব্যর্থ হয়েছে, তারা আবার ৭৫-এর হাতিয়ারকে জেগে উঠতে বলছে। তাদের নিশ্চিহ্ন করা ছাড়া আমাদের রক্ষা নেই।
সমাবেশের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, আওয়ামী লীগ হত্যার রাজনীতিতে বিশ্বাসী নয়। কিন্তু হত্যার মাধ্যমে বিএনপি ক্ষমতা দীর্ঘায়িত করেছে। তারা এখনো হত্যার হুমকি দিচ্ছে। এই হত্যার বদলা হত্যা দিয়েই হতে পারে। তবে আমরা সেই পথে যেতে চাই না। শেখ হাসিনা যেভাবে আমাদের নির্দেশ দেবেন সেভাবে চলবো। আমরা একটি শক্তিশালী বিরোধী দল চাই। কিন্তু ক্যান্টমেন্টে জন্ম নেওয়া পাপবিদ্ধ কোনো দলকে চাই না।
প্রতিবাদ সমাবেশে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুলসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরীর বাংলাদেশ ব্যাংক, কোতোয়ালী মোড়, দোস্ত বিল্ডিং, নিউমার্কেট হয়ে আমতল দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
ইকবাল হোসেন/এমএইচআর
https://ift.tt/uLUz4W8
from jagonews24.com | rss Feed https://ift.tt/gFfcvLN
via IFTTT