ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৯ নারী

ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরেছেন ৯ নারী। বৃহস্পতিবার (২ জুন) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ যশোরের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।

ফেরত আসা নারীরা হলেন- খুসনা আক্তার, দিলরুবা খাতুন, বিজলী দাস, খুরশিদা খাইবার, চমপা মেনজাম, সোনিয়া আক্তার, রুহান আক্তার, সুমি শেখ, জেসমিন আক্তার। তাদের একজনের কোলে একটি শিশুও রয়েছে। তারা হবিগঞ্জ, জয়পুরহাট, যশোর, খুলনা, তেরোখাদা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

ফেরত আসা সোনিয়া আক্তার বলেন, সংসারে অভাব-অনটনের কারণে রোজগারের আশায় দালালের মাধ্যমে সীমান্তপথে ভারতের মুম্বাই যাই। পরে সেখানে বাসাবাড়িতে কাজ করতাম। পরে সে দেশে অবৈধভাবে বসবাস করার কারণে পুলিশ আমাদের আটক করে জেলহাজতে পাঠায়। সেখান থেকে নবজীবন নামে একটি এনজিও আমাদের ছাড়িয়ে শেল্টার হোমে রাখে। দীর্ঘদিন পর আজ দেশে ফিরলাম।

এ বিষয়ে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ বলেন, ট্রাভেল পারমিটে ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে এনজিও তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের এরিয়া কো-অর্ডিনেটর মুহিত হোসেন বলেন, ফেরত আসাদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মো. জামাল হোসেন/ইএ



https://ift.tt/6Jwgche
from jagonews24.com | rss Feed https://ift.tt/7DzoWKi
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url