মালয়েশিয়ায় চলতি মাসে শেষ হচ্ছে অবৈধদের দেশে ফেরার সুযোগ

মালয়েশিয়ায় চলতি মাসে শেষ হচ্ছে অবৈধদের দেশে ফেরার সুযোগ। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, গত বছরের ২২ ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তে জুন পর্যন্ত এর মেয়াদ বাড়ানো হয়েছিল।

২০২০ সালের ডিসেম্বর থেকে শুরু হওয়া রিক্যালিব্রেশন রিটার্ন (প্রত্যাবর্তন) কর্মসূচির গত বছরের ২১ ডিসেম্বর পর্যন্ত এই কর্মসূচির মাধ্যমে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে, ইন্দোনেশিয়ার ৯৯,০৪৭, বাংলাদেশ ২৬,৮২১ এবং ভারত ২৩৮৪৪ জনসহ মোট ১,৯২,২৮১ জন অবৈধ অভিবাসী অবৈধ অভিবাসী নিবন্ধিত হয়েছিলেন।

এ সংখ্যার মধ্যে মোট ১,৬২,৮২৭ জন অবৈধ অভিবাসী তাদের নিজ নিজ দেশে ফিরে গেছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত কতজন অবৈধ অভিবাসী নিজ দেশে ফিরেছেন এ প্রতিবেদন লেখা পর্যন্ত তা জানা যায়নি।

jagonews24

এদিকে রিটার্ন কর্মসূচির মেয়াদ আর বাড়ানো হবে কি না এ বিষয়ে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের সংশ্লিষ্টরা বলছেন, রিটার্ন কর্মসূচির মেয়াদ বাড়ানোর জন্য সংশ্লিষ্ট দফতরে পত্র দেওয়া হয়েছে। পত্রের জবাব এখনও সংশ্লিষ্ট দফতর থেকে হাইকমিশনকে জানানো হয়নি।

দূতাবাসের সংশ্লিষ্টরা জানিয়েছেন, রিটার্ন কর্মসূচি শুরু হওয়ারপর থেকে চলতি মাসের ১০ জুন পর্যন্ত ৮ হাজার ৩২৪ ট্রাভেলপাস (জেনারেল) ইস্যু করা হয়েছে।

এদিকে, বিভিন্ন অপরাধে আটক বাংলাদেশি নাগরিকদের বিচার ও কারাভোগ শেষে দেশে পাঠানোর জন্য ক্যাম্পে অবস্থানরত ১৭২৮ জনকে ট্রাভেল পাশ দেওয়া হয়েছে।

এছাড়া হাইকমিশন ও জনহিতৈষীদের আর্থিক সহায়তায় ক্যাম্প থেকে ২৪ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এমআরএম



https://ift.tt/1ucZHaS
from jagonews24.com | rss Feed https://ift.tt/uA97m4F
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url