চট্টগ্রাম বন্দরে তেলের জাহাজে দুই ভারতীয় নাবিকের মৃত্যু

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অপরিশোধিত সয়াবিন তেল পরিবহনকারী একটি জাহাজে তেলের ট্যাংকে নেমে অসুস্থ হয়ে ভারতীয় দুই নাবিকের মৃত্যু হয়েছে।

নিহত দুই নাবিক হলেন, ভারতের কেরালা রাজ্যের নাগরিক জিষ্ণু রাজ (২৯) ও অখিল শেখর (২৬)। তারা এমটি নর্ড ম্যাজিক নামের ভোজ্যতেল পরিবহনকারী একটি জাহাজে কর্মরত ছিলেন।

শুক্রবার (১৭ জুন) জাহাজের একটি ট্যাংকে নেমে অচেতন হয়ে পড়েন ওই দুই নাবিক। অচেতন অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করানোর পর ওই দিন রাতেই একজন ও শনিবার (১৮ জুন) সকালে অপরজন মারা যান।

এমটি নর্ড ম্যাজিক নামের ডেনমার্কের পতাকাবাহী জাহাজটি ভারতের চেন্নাই বন্দর থেকে ৪২৪০ টন সয়াবিন তেল নিয়ে ১৫ জুন চট্টগ্রাম বন্দরে আসে বলে জাগো নিউজকে জানান জাহাজটির লোকাল শিপিং এজেন্ট মোহাম্মদী ট্রেডিং কোং লিমিটেডের অপারেশন ম্যানেজার আরিফ মাহমুদ। জাহাজটি সুপার অয়েল এবং শিনশিং অয়েল রিফাইনারির তেল নিয়ে আসে বলেও জানান তিনি।

জানা যায়, গত ১৫ জুন চট্টগ্রাম বন্দরে আসে এমটি নর্ড ম্যাজিক। জাহাজটি বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় চার্লি এঙ্কোরেজ এ (পারকী চরের কাছাকাছি) অবস্থান করে সয়াবিন তেল খালাস করে। জাহাজটিতে সর্বমোট ২৫ জন ক্রু ছিলেন, যার মধ্যে ২১ জন ভারতীয়, একজন ডেনিস, দুইজন ফিলিপিনের ও একজন লুথিয়ানা নাগরিক। ১৭ জুন বিকেল চারটার দিকে জাহাজের খালি ট্যাংকের থিকনেস পরীক্ষা করার জন্য সিড়ি বেয়ে টাংকিতে নামেন ভারতীয় দুই টেকনিশিয়ান। পরক্ষণের দুইজন অচেতন হয়ে পড়েন। এরপর জাহাজের সেকেন্ড অফিসার বিষয়টি কোস্টগার্ড এবং লোকাল শিপিং এজেন্টকে জানান। ওইদিন সন্ধ্যা ৭টার দিকে তাদের নগরীর ম্যাক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিষ্ণু রাজকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, অখিল শেখরকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। শনিবার সকালে আইসিইউতে চিকিৎসাধীন অখিল শেখর মারা যান।

এ বিষয়ে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জাগো নিউজকে বলেন, নিহত দুইজনই ভারতীয় নাগরিক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জাহাজটির সেপটিক ট্যাংক জমে থাকা গ্যাসের প্রভাবে অচেতন হয়ে পড়েন তারা। দুই নাবিকের মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে বলেও জানান তিনি।

ইকবাল হোসেন/এমএএইচ/



https://ift.tt/i92oz3n
from jagonews24.com | rss Feed https://ift.tt/GJCepZt
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url