আবারও ব্যাটে ঝড় তুলে ডাচদের হারালো ইংল্যান্ড

প্রথম ম্যাচে বিশ্বরেকর্ড ৪৯৮ রানের ইনিংস খেলেছিল ইংল্যান্ড। ডাচদের পেয়ে রীতিমতো জ্বলে উঠেছিলেন ইংলিশ ব্যাটাররা। ২৬৬ রান করেও ইংল্যান্ডের কাছে ২৩২ রানের বিশাল ব্যবধানে হেরেছে নেদারল্যান্ডস।

দ্বিতীয় ম্যাচেও আজ ব্যাট হাতে ঝড় তুলেছে ইংলিশরা। যদিও রেকর্ডগড়া রান করতে হয়নি। কারণ, ইংল্যান্ড আজ রান তাড়া করতে নেমেছিল। নেদারল্যান্ডসের গড়া ২৩৫ রানের লক্ষ্য তারা পেরিয়েছে মাত্র ৩৬.১ ওভারে। পুরো ৫০ ওভার খেলতে পারলে নিশ্চিত, আজও বড় কোনো স্কোর গড়তো তারা।

আমস্টালভিনে ইংল্যান্ড-নেদারল্যান্ডস ম্যাচটি ছিল বৃষ্টি বিঘ্নিত। যে কারণে কার্টেল ওভারে ম্যাচ অনুষ্ঠিত হয়। দুই দলই ৪১ ওভার করে খেলার সুযোগ পায়। টস জিতে ব্যাট করতে নামে নেদারল্যান্ডস। অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ৭৩ বলে ৭৮ রানের ওপর ভর করে ৭ উইকেট হারিয়ে ২৩৫ রান করে ডাচরা।

৪১ বলে ৩৪ রান করেন ব্যাস ডি লিড, ৩০ রান করেন লোগান ফন ভিক, ২৮ রান করেন তেজা নিদামানুরু।

জবাব দিতে নেমে ইংলিশ ব্যাটাররা ঝড় তোলেন। দুই উদ্বোধনী ব্যাটার জেসন রয় এবং ফিল সল্ট মিলে ১৩৯ রানের জুটি গড়েন। ৭৩ রান করেন জেসন রয় এবং ৭৭ রান করে ফিল সল্ট। ডেভিড মালান ৩৬ রানে অপরাজিত থাকেন। শুধু ইয়ন মরগ্যান আউট হন ০ রানে এবং লিয়াম লিভিংস্টোন করেন ৪ রান।

মইন আলি ৪০ বলে ৪২ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশরা।

আইএইচএস/কেএসআর



https://ift.tt/6AxwPO8
from jagonews24.com | rss Feed https://ift.tt/yQS01WH
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url