বগুড়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ নিহত ১

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. শফিকুল ইসলাম (৩৫) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার আরও চার যাত্রী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জুন) দুপুরে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালী গ্রামের হযরত আলীর ছেলে। এ ঘটনায় আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুরুতর আহতরা হলেন- সোহেল রানা (৩০), আইয়ুব আলী (১৮), রজিম মোল্লা (৬০) ও অটোরিকশাচালক মো. রিমন (৪৮)। আহতরা সবাই উপজেলার ইটালী ও ফুলবাড়ী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, মির্জাপুর বাজারে গাইবান্ধা থেকে ছেড়ে আসা ঢাকাগামী অরিন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা পাঁচ যাত্রী গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের উদ্ধার করে বগুড়ার শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যার দিকে শফিকুল ইসলাম মারা যান।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রজিবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে। তবে বাসের চালক-হেলপার পালিয়ে যাওয়ায়, তাদের আটক করা যায়নি। এ ঘটনায় শেরপুর থানায় একটি মামলা করার প্রক্রিয়া চলছে।

এমপি/



https://ift.tt/FuRpQ2t
from jagonews24.com | rss Feed https://ift.tt/gecpjnO
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url