পন্টুনে লঞ্চের ধাক্কায় শিশু নিহত, আহত ২০

পটুয়াখালীর বাউফলে পন্টুনে ঢাকামুখী লঞ্চের ধাক্কায় আহত প্রায় ২০ যাত্রীর মধ্যে মা‌র্জিয়া নামের দুই বছ‌র বয়সী এক শিশু মারা গেছে।

রোববার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ধুলিয়া লঞ্চঘাটে ঢাকাগামী এমভি ধুলিয়া-১ দোতলা লঞ্চটি পন্টুনে সজোরে ধাক্কা দিলে অপেক্ষমান ২০ যাত্রী আহত হন। তাদের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধ ছিলেন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর শিশু মার্জিয়ার মৃত্যু হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, লঞ্চটি বাউফলের কালাইয়া ঘাট থেকে বিকেল সাড়ে ৩টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধুলিয়া লঞ্চঘাটে ভিড়ে। এসময় পন্টুনে সজোরে ধাক্কা দেয় লঞ্চটি। এতে পন্টুনে অপেক্ষমান অন্তত ২০ যাত্রী আহত হন।

হাসান সিকদার নামে লঞ্চের এক যাত্রী জানান, এ ঘটনায় মেহেদি হাসান (৩২), আশরাফ গাজীসহ (৫০) অন্তত ২৫ যাত্রী গুরুত্ব আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন। আশঙ্কাজনক অবস্থায় মার্জিয়াকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানেই তার মৃত্যু হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, ধুলিয়া লঞ্চঘাটে সন্ধ্যার দিকে একটি লঞ্চ ঘাটে ভিড়লে অপর একটি লঞ্চ এসে ধাক্কা দেয়। এসময় ১৫-২০ জনের মতো আহত হন। গুরুতর আহতদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আব্দুস সালাম আরিফ/এমকেআর



https://ift.tt/lJLCKSQ
from jagonews24.com | rss Feed https://ift.tt/plBjU6t
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url