অন্তর্বাস খুলে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে বাধ্য করার ঘটনায় গ্রেফতার ৫

ভারতে স্নাতকপূর্ব জাতীয় যোগ্যতা ও প্রবেশিকা পরীক্ষায় (এনইইটি) বসার আগে নারী পরীক্ষার্থীদের অন্তর্বাস খুলে কেন্দ্রে ঢুকতে বাধ্য করার ঘটনায় পাঁচ নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে তিনজন ভু্ক্তভোগী নারীদের অন্তর্বাস খুলতে বাধ্য করেছিলো।

মঙ্গলবার (১৯ জুলাই) রাতে কেরালা পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানায় ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

এর আগে সোমবার (১৮ জুলাই) ভুক্তভোগী এক পরীক্ষার্থীর অভিভাবক কোল্লাম পুলিশ সুপারের (এসপি) কাছে এ বিষয়ে অভিযোগপত্র জমা দেন। এরপরই এ নিয়ে ভারতজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

ভু্ক্তভোগী ওই পরিবার জানায়, কেরালার কোল্লাম জেলার মারথমা ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে পরীক্ষাকেন্দ্রে ঢোকার সময় পুরুষ পরীক্ষক ও অন্যান্য পরীক্ষার্থীদের সামনেই তাদের মেয়ের সঙ্গে এমন আচরণ করা হয়। বিষয়টি তার মধ্যে মানসিক ট্রমার সৃষ্টি করেছে।

অন্য এক পরীক্ষার্থীর বাবা বলেন, আমার মেয়ে এইট গ্রেড থেকে এনইইটি পরীক্ষার প্রস্তুতি নিয়ে আসছিল। আমাদের বিশ্বাস ছিল, সে পরীক্ষায় অনেক ভালো করবে। কিন্তু এমন ঘৃণ্য কাজ আমার মেয়ের মনে এমনভাবে প্রভাব ফেলে যে, সে পরীক্ষার খাতায় ঠিকমতো লিখতেই পারেনি।

ওই অভিভাবক আরও বলেন, ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) নির্দেশিকায় মেয়েদের অন্তর্বাস ও এগুলোর হুকের বিষয়ে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। এরপরও সেখানকার কর্মচারীরা মেয়েদের অর্ন্তবাস খুলে রাখতে বাধ্য করে।

তবে পরীক্ষকদের দাবি, মেয়েদের অন্তর্বাসে একাধিক হুক থাকে যাতে নকল লুকিয়ে রেখে পরীক্ষার হলে প্রবেশ করা যায়। এ বিষয় বিবেচনা করে এমনটি করা হয়েছিল।

পরে এ ঘটনায় রাজ্যটির নারী কমিশনে একটি মামলা করা হয়।

এমপি/



https://ift.tt/8fPA4Qb
from jagonews24.com | rss Feed https://ift.tt/k9m0ORX
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url