ভূমিহীন-গৃহহীনমুক্ত ৫২ উপজেলা

# বৃহস্পতিবার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

# প্রধানমন্ত্রীকে ‘কাঁথা’ উপহার দিতে চান উপকারভোগী কাজল রেখা

বৃহস্পতিবার (২১ জুলাই) সারাদেশে ২৬ হাজার ২২৯টি পরিবারকে উপহারের ঘর দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন দুই জেলাসহ মোট ৫২টি উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা দেবেন তিনি।

প্রধানমন্ত্রী গণভবন থেকে দেশের চারটি উপজেলার সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন। এগুলো হলো- লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরকলাকোপা আশ্রয়ণ প্রকল্প, বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা আশ্রয়ণ প্রকল্প, ময়মনসিংহের নান্দাইল উপজেলার চর ভেলামারী আশ্রয়ণ প্রকল্প, পঞ্চগড় সদর উপজেলার মাহান পাড়া আশ্রয়ণ প্রকল্প এবং মাগুরার মহম্মদপুর উপজেলার জঙ্গালিয়া আশ্রয়ণ প্রকল্প।

বুধবার (২০ জুলাই) লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরকলাকোপা আশ্রয়ণ প্রকল্পে দেখা যায়, নির্মাণ শ্রমিকদের ব্যস্ততা চরমে। সেখানে চলছে শেষ পর্যায়ের কাজ। ঘর নির্মাণের পাশাপাশি অনুষ্ঠানের আয়োজনেও প্রস্তুতিও চলছে পুরোদমে। অনুষ্ঠানস্থলের আশপাশে তোরণ, ব্যানার-ফেস্টুনের ছেয়ে গেছে। স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টরাও অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন। এলাকাজুড়ে একটা সাজ সাজ রব বিরাজ করছে। মানুষের মধ্যেও রয়েছে উৎসবের আমেজ।

এদিকে, যারা ঘর পাচ্ছেন তারা তো আনন্দে আত্মহারা। বলছেন, আমরা আমাদের ঘরবাড়ি নির্মাণ দেখছি। প্রয়োজনে সহযোগিতা করছি। ঘরবাড়ি ছিল না। মাথাগোঁজার ঠাঁই ছিল না। এখন সেটা হচ্ছে। এটা আসলেই আমাদের জন্য আনন্দের। মানুষের দ্বারে দ্বারে থাকতে হবে না। অন্যের বোঝা হতে হবে না। নিজের বাড়িতে শান্তিতে ঘুমাতে পারবো, এর চেয়ে আনন্দের কী আছে!

অনুষ্ঠানস্থলে দেখা হয়, এক বছর আগে ঘর পাওয়া কাজল রেখার সঙ্গে। তিনি জাগো নিউজকে বলেন, আগামীকালকের অনুষ্ঠানে আমিও থাকবো। আমি প্রধানমন্ত্রীকে একটি কাঁথা উপহার দিতে চাই। প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে বসে এই কাঁথা বানিয়েছি; এটিতে বঙ্গবন্ধু ও পদ্মা সেতু আর্ট করেছি।

কেনো এই কাঁথা দেবেন? জবাবে কাজল রেখা বলেন, তিনি আমাকে ঘর দিয়েছেন, আশ্রয় দিয়েছেন। তার জন্য আমার মায়া হয়। আমি তার কৃতজ্ঞতা স্বরূপ এই কাঁথা দিতে চাই।

অনুষ্ঠানস্থলে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ জাগো নিউজকে বলেন, লক্ষ্মীপুর জেলার তিন হাজার ২২৮টি গৃহহীন ও ভূমিহীন পরিবার রয়েছে। এরই মধ্যে ২ হাজার ৬৬টি পরিবারকে বাড়ি ও ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পুরো জেলায় আরও ৪৩৬টি পরিবার বাড়ি পাবে। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ ও রায়পুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে।

jagonews24

তিনি বলেন, এ এলাকায় জেলে, বেদে, ভূমিহীন, গৃহহীন মানুষেরা অত্যন্ত খুশি। তাদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নতুন বাড়ি পেয়ে তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ২০ ফেব্রুয়ারি জেলার রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নে নদীভাঙ্গণে ক্ষতিগ্রস্ত ২১০টি পরিবারকে পুনর্বাসনের জন্য প্রতিটি পরিবারকে ২.৫ একর করে ভূমি বন্দোবস্ত করে ছিন্নমূল ও অসহায় মানুষের পুনর্বাসন কার্যক্রম সর্বপ্রথম শুরু করেন। এখন বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত এই ইউনিয়নে কলাকোপা আশ্রয়ণ প্রকল্পে ৫.১৫ একর অবৈধ দখল উদ্ধার জমিতে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত জেলে, ভিক্ষুক, বিধবা ও অসহায় ১৪২৫ পরিবারকে পুনর্বাসন করা হচ্ছে।

একইভাবে সারাদেশে ‘আশ্রয়ণ-২ প্রকল্প’ এর মাধ্যমে সারাদেশে ভূমিহীন গৃহহীনদের পুনর্বাসন করছে সরকার। প্রধানমন্ত্রীর ঘোষণা; ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না।’ এরই মধ্যে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সারাদেশে ৫ লাখ ৯ হাজার ৩৭০ পরিবারকে ভূমি ও সেমিপাকা ঘর করে দেওয়া হয়েছে।

এছাড়াও প্রধানমন্ত্রীর কর্যালয়ের নির্বাহী সেল-এর মাধ্যমে ৭ হাজার ৮০৯ পরিবার, ভূমি মন্ত্রণালয় ৭২ হাজার ৪৫২ পরিবার, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ৪ হাজার ২৩৭ পরিবার, বাংলাদেশের গৃহায়ন তহবিল থেকে ৮৮ হাজার ৭৮৬ পরিবার এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ২৮ হাজার ৬০৯ পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। এভাবে সারাদেশে মোট ৭ লাখ ১১ হাজার ৬৩ পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।

ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলাগুলো

পঞ্চগড় ও মাগুরা জেলার সব উপজেলাসহ দেশের ৫২টি উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত হওয়ার ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী। উপজেলাগুলো হলো- ঢাকার নবাবগঞ্জ, মাদারীপুরের মাদারীপুর সদর, শরীয়তপুরের ডামুড্যা কিশোরগঞ্জের কটিয়াদী, টাঙ্গাইলের গোপালপুর, মানিকগঞ্জের ঘিওর, সাটুরিয়া, রাজবাড়ীর কালুখালী। ফরিদপুরের নগরকান্দা, নেত্রকোণার মদন, ময়মনসিংহের ভালুকা, নান্দাইল, ফুলপুর, ফুলবাড়িয়া, জামালপুর বক্শীগঞ্জ।

এছাড়া চট্টগ্রামের পটিয়া, কর্ণফুলী, সাতকানিয়া, লোহাগাড়া, লক্ষ্মীপুরের রায়পুর, রামগঞ্জ, ফেনীর ফেনী সদর, ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম, গাইবান্ধার গোবিন্দগঞ্জ, পঞ্চগড়ের আটোয়ারী, পঞ্চগড় সদর, দেবীগঞ্জ, তেঁতুলিয়া, বোদা। দিনাজপুরের নবাবগঞ্জ, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী। নীলফামারীর ডিমলা, নওগাঁর রাণীনগর, জয়পুরহাটের পাঁচবিবি, রাজশাহীর মোহনপুর, চারঘাট, বাঘা, বগুড়ার নন্দীগ্রাম, দুপচাঁচিয়া নাটোরের বাগাতিপাড়া। পাবনা ঈশ্বরদী, চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ, ঝিনাইদহ হরিণাকুন্ডু, সাতক্ষীরার তালা, মাগুরার মাগুরা সদর, শ্রীপুর, মোহম্মদপুর, শালিখা, ঝালকাঠির কাঠালিয়া, পটুয়াখালী দশমিনা।

এসইউজে/এমআরএম



https://ift.tt/lNor8mW
from jagonews24.com | rss Feed https://ift.tt/eNKIHja
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url