চাটখিলে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নোয়াখালীর চাটখিলে কাউছার মাহমুদ নাইম (২১) নামের এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, নাইম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন।

শুক্রবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার কাঁকড়াপাড়ায় আমিন উল্যাহ ব্যাপারীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নাইম ওই বাড়ির রফিকুল ইসলাম বাচ্চুর ছেলে। তিনি পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির জাগো নিউজকে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। শনিবার (৩০ জুলাই) সকালে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন পরিবারের সদস্যরা আত্মীয়ের বাড়িতে গেলে নাইম ফাঁকা বাড়িতে অন্যদের অনুপস্থিতিতে নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। বাড়ির লোকজন এ ঘটনা দেখার পর পুলিশে খবর দেন।

তবে এটি আদৌ আত্মহত্যা কি না, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তা নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। 

ইকবাল হোসেন মজনু/এমকেআর



https://ift.tt/5AMIbwa
from jagonews24.com | rss Feed https://ift.tt/LFQqkPp
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url