কবি হেলাল হাফিজ হাসপাতালে ভর্তি

কবি হেলাল হাফিজকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

বুধবার (১৩ জুলাই) সন্ধ্যায় তাকে সেখানে ভর্তি করা হয়।

জানা যায়, কয়েকদিন ধরে হেলাল হাফিজের শারীরিক অবস্থা ভালো যাচ্ছিল না। সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিএমএইচ থেকে গাড়ি পাঠিয়ে তাকে সেখানে নিয়ে যাওয়া হয়। এখন ওই হাসপাতালে তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

হেলাল হাফিজ প্রধানত চোখের অসুবিধা, না খেতে পারা এবং হাঁটাচলার কষ্টে ভুগছেন। তিনি কিডনির সমস্যা, ডায়াবেটিস, নিউরোলজিক্যাল সমস্যায়ও ভুগছেন।

এর আগে, বার্ধক্যজনিত জটিলতায় গত বছরের আগস্টে সিএমএইচে ভর্তি করা হয়েছিল হেলাল হাফিজকে।

হেলাল হাফিজের জন্ম ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনায়। তার প্রথম কবিতার বই ‘যে জলে আগুন জ্বলে’ ১৯৮৬ সালে প্রকাশিত হয়। এ পর্যন্ত বইটির মুদ্রণ হয়েছে ৩৩ বারের বেশি।

লেখালেখির পাশাপাশি হেলাল হাফিজ দৈনিক যুগান্তরের সম্পাদনা বিভাগে দীর্ঘদিন কাজ করেছেন। ২০১৪ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। ২০১৯ সালে তার দ্বিতীয় কবিতার বই ‘বেদনাকে বলেছি কেঁদো না’ প্রকাশ হয়।

প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ কখনো সংসারমুখী হননি। থাকতেন রাজধানীর একটি আবাসিক হোটেলে। তার কবিতার অসংখ্য পঙক্তি এখন মানুষের মুখে মুখে।

আরএডি



https://ift.tt/WSdk3BV
from jagonews24.com | rss Feed https://ift.tt/cuHY3Je
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url