ভর্তিচ্ছুদের হোটেলে রাখতে গিয়ে ছিনতাইয়ের কবলে রাবি শিক্ষার্থী

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আবাসিক হোটেলে সিট খুঁজতে গিয়ে ছিনতাই ও মারধরের শিকার হয়েছেন দুলাল সরকার (২০) নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী।

শুক্রবার (২২ জুলাই) সন্ধ্যার দিকে রাজশাহী শহরের লক্ষীপুরের আলিগঞ্জ পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী দুলাল সরকার রাবি দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাবির ভর্তিচ্ছু শিক্ষার্থীদের রাখার জন্য শহরে আবাসিক হোটেলে সিট খুঁজতে যান দুলাল। এসময় একদল ছিনতাইকারী দুলালকে সিটের ব্যবস্থা করে দেবেন বলে জানান। তাকে আড়ালে ডেকে নিয়ে ব্যাপক মারধর করেন তারা। সেই সঙ্গে তার মোবাইল ফোন ও টাকাপয়সা ছিনিয়ে নিয়ে রাস্তায় ফেলে রেখে চলে যান। দুলালের মাথায় প্রচণ্ড আঘাত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

দুলালের বড় ভাই হুমায়ুন কবীর জাগো নিউজকে বলেন, দুলাল এখন কথা বলার মতো অবস্থায় নেই। তার অবস্থা খুবই খারাপ। মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ার ফলে তিনি এখনো সংজ্ঞাহীন।

এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক ডা. সলীল সমাদ্দার বলেন, তার মাথার পেছনে আঘাত করা হয়েছে এবং হাতের কবজিতে ব্লেড দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। মাথার আঘাত দেখে মনে হয়েছে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে এবং সে কারণে ফুলে আছে। আমাদের এখানে তার চিকিৎসা করা সম্ভব না হওয়ায় রামেকে পাঠিয়েছি।

রাবির ছাত্র উপদেষ্টা তারেক নূর বলেন, আমি বিষয়টি জেনেছি এবং খোঁজখবর রাখছি। ওই শিক্ষার্থী মাথায় ও হাতে আঘাত পেয়েছেন। আমরা তার চিকিৎসার ব্যবস্থা করছি। মাথায় সিটিস্ক্যান করা হয়েছে। এখনো রিপোর্ট আসেনি। রিপোর্টের ওপর ভিত্তি করে আমরা পরবর্তী ব্যবস্থা নেবো।

তিনি আরও বলেন, আমরা তিনজন অভিযুক্তের পরিচয় উদঘাটন করতে পেরেছি। দ্রুত তাদের গ্রেফতার করার জন্য মতিহার থানা পুলিশকে জানানো হয়েছে।

মনির হোসেন মাহিন/ইএ



https://ift.tt/FgmLXka
from jagonews24.com | rss Feed https://ift.tt/Y35yWI0
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url