ড্রাইভিং লাইসেন্স ছাড়া রেজিস্ট্রেশন পাবে না মোটরসাইকেল

চালকের ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো মোটরসাইকেল রেজিস্ট্রেশন নম্বর পাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাস।

মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার সময় গ্রাহকের ড্রাইভিং লাইসেন্স থাকার বিষয়টি নিশ্চিত করার ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

গত ১৪ জুনের এক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী মঙ্গলবার (৫ জুলাই) এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, চলতি বছরের ১৫ সেপ্টেম্বর থেকে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার সময় সংশ্লিষ্ট গ্রাহকের ড্রাইভিং লাইসেন্স থাকার বিষয়টি রেজিস্টারিং অথরিটি কর্তৃক নিশ্চিত করতে হবে। ড্রাইভিং লাইসেন্স ব্যতীত কোনো মোটরসাইকেল রেজিস্ট্রেশন নম্বর পাবে না।

এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

এএএম/এএএইচ



https://ift.tt/a5ynvNp
from jagonews24.com | rss Feed https://ift.tt/E2z465G
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url