প্রস্তাবিত ভবনের স্থান পরিদর্শনে প্রধান বিচারপতি-আইনমন্ত্রী

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) আইনজীবীদের জন্য প্রস্তাবিত বহুতল ভবনের স্থান পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে তারা ২০ তলা আধুনিক ও বহুতল নতুন ভবন নির্মাণের জন্য জায়গা পরিদর্শন করেন।

এসময় আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন ফকির, সম্পাদক আব্দুন নুর দুলালসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির গণমাধ্যমকে বলেন, সুপ্রিম কোর্টের আইনজীবীদের জন্য ২০ তলা ভবন নির্মাণ হবে। সে জায়গা পরিদর্শনের জন্য প্রধান বিচারপতি, আইনমন্ত্রী ও আপিল বিভাগের বিচারপতি এসেছেন।
তারা জায়গাটি দেখেছেন। এখন সরকারের অনুদানের পর্ব।

প্রায় তিন বিঘা জায়গার ওপর এই ২০ তলা ভবন হবে। এজন্য এখন যে অ্যানেক্স ভবন আছে সেটি ভেঙে নতুন ভবন নির্মাণ করা হবে বলে জানান এই জ্যেষ্ঠ আইনজীবী।

এর আগে নতুন ২০ তলা ভবন নির্মাণের লক্ষ্যে গত ২১ জুন গণপূর্ত বিভাগে চাহিদাপত্র দেয় সুপ্রিম কোর্ট বার।

এফএইচ/এমএইচআর



https://ift.tt/drzmuSf
from jagonews24.com | rss Feed https://ift.tt/CEFZyhI
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url