জুয়া খেলায় বাধা দেওয়ায় ময়মনসিংহে যুবক খুন

ময়মনসিংহে জুয়া খেলায় বাধা দেওয়ায় ঋতিক মিয়া (২০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

সোমবার (১১ জুলাই) রাত ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঋতিক।

নিহত ঋতিক মিয়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শেষ মোড় চক ছত্রপুর নদীর পাড় এলাকার মিলন মিয়ার ছেলে। তিনি বাকৃবিতে অস্থায়ী বাবুর্চির চাকরি করতেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক জুলহাস উদ্দিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় ঋতিক মিয়াকে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

jagonews24

হত্যায় অভিযুক্ত জামান ও টিপু

নিহতের বড় ভাই শিশির হোসেন জাগো নিউজকে বলেন, বিকেলের দিকে বাকৃবি শেষ মোড় চক ছত্রপুর নদীর পাড়ে মুদির দোকানের পাশে টিপুর নেতৃত্বে বেশ কয়েকজন যুবক জুয়া খেলছিলেন। আর চিৎকার চেঁচামেচি করছিলেন। পরে আমি, বাবা ও ঋতিক তাদের জুয়া খেলতে নিষেধ করলে তারা সবাই আমাদের মারধর করে।

ঘটনার আধা ঘণ্টা পর ঋতিক চা খেতে পাশের দোকানে যান। চা খাওয়ার সময় টিপু, জামান দল বেধে এসে ঋতিককে ছুরিকাঘাত করে যান পালিয়ে। এসময় ঋতিক আহত অবস্থায় হেটে হেটে তাদের দোকানে যান। সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে অক্সিজেন লাগানোর কিছুক্ষণ পর মারা যান।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জাগো নিউজকে বলেন, জুয়া খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে এক যুবক মারা গেছে- এমন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

মঞ্জুরুল ইসলাম/জেডএইচ



https://ift.tt/IOiZN4G
from jagonews24.com | rss Feed https://ift.tt/UzHto4f
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url