আমরাও খেলবো, অবশ্যই খেলবো: শামীম ওসমান

‘ওরা এখন আওয়ামী লীগকে আঘাত করতে চায় না, ওরা আঘাত করতে চায় বাংলাদেশকে। আরে ভাই খেলেন না, আমরাও খেলবো। অবশ্যই খেলবো ওই খুনি গ্রেনেড হামলাকারীদের বিরুদ্ধে, আমরা খেলবো সন্ত্রাসীদের বিরুদ্ধে। আমরা খেলবো ওই অপশক্তিদের বিরুদ্ধে, আমরা খেলবো আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে।’

সোমবার (২৯ আগস্ট) বিকেলে টাঙ্গাইলে এক সমাবেশে বিএনপিকে উদ্দেশ করে এসব কথা বলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। বিএম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের বিচার দাবিতে এ সমাবেশ হয়।

jagonews24

শামীম ওসমান বলেন, একাত্তর, পঁচাত্তর এবং একুশে আগস্ট গ্রেনেড হামলার খুনিরা সবাই এক। এরা দেশে আবার খুনের খেলা শুরু করেছ। তবে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার সৈনিকরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তারাও খেলায় নামবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী প্রজন্মের আইডল উল্লেখ করে নারায়ণগঞ্জের এ সংসদ সদস্য বলেন, তিনি হেরে গেলে বাংলাদেশ পথ হারাবে। বাংলাদেশের পরিস্থিতি হবে আফগানিস্তানের চেয়েও ভয়াবহ। আমাদের সামনে এই যে মরণপণ খেলা অপেক্ষা করছে সেটির জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। সবাইকে মাঠে নেমে খেলতে হবে। আর খেলায় নিশ্চিত হেরে যাবে খুনিরা।

jagonews24

সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান। বক্তব্য রাখেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার প্রমুখ।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দুল মোমেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ।

আরিফ উর রহমান টগর/জেডএইচ/



https://ift.tt/QlA8YEq
from jagonews24.com | rss Feed https://ift.tt/TiX24QK
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url