পররাষ্ট্রমন্ত্রী স্বাধীনতা ও সার্বভৌমত্বে আঘাত করেছেন: গণফোরাম

আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রক্ষমতা ধরে রাখতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের ভারতকে অনুরোধ করার বিষয়টির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণফোরাম। সংগঠনটি মনে করে, ড. মোমেনের এ অনুরোধ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে আঘাত করেছে।

শুক্রবার (১৯ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি মোস্তফা মোহসীন মন্টু এ নিন্দা জানান।

বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের জেএম সেন হলে জন্মাষ্টমী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে যা যা করা দরকার, তা করতে ভারত সরকারকে অনুরোধ করেছি। আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। শেখ হাসিনা আমাদের আদর্শ। তাকে টিকিয়ে রাখতে পারলে আমাদের দেশ উন্নয়নের দিকে যাবে এবং সত্যিকারের সাম্প্রদায়িকতামুক্ত, অসাম্প্রদায়িক একটা দেশ হবে। শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারতবর্ষের সরকারকে সেটা করতে অনুরোধ করেছি।

পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য নিয়ে দেশের রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিরোধীদলগুলো এরইমধ্যে মন্ত্রীর এ বক্তব্যের তীব্র সমালোচনা করছে।

গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বিবৃতিতে বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে আঘাত করছেন পররাষ্ট্রমন্ত্রী, এটা রাষ্ট্রদ্রোহী অপরাধ। অবিলম্বে মূল্যবোধহীন পররাষ্ট্রমন্ত্রীকে অব্যাহতি দিয়ে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করার দায়ে তাকে গ্রেফতার করতে হবে। ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে পাওয়া স্বাধীনতার অবমাননা এদেশের জনগণ কখনো মানেনি, মানবেও না।

তিনি বলেন, ভারত আমাদের প্রতিবেশী বন্ধুরাষ্ট্র। কিন্তু মনে রাখতে হবে তারা প্রভু নয়। এদেশের জনগণ কারো দাসত্ব কোনোদিন মেনে নেয়নি। পররাষ্ট্রমন্ত্রীর মতো যেসব রাষ্ট্রদ্রোহীরা দেশের জনগণকে দাসত্বের শৃঙ্খল পড়াতে চায়, তাদের ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করা হবে এবং জনতার আদালতে বিচার হবে।

বিজ্ঞপ্তিতে গণফোরাম দাবি করে, পররাষ্ট্রমন্ত্রীকে এ বক্তব্য প্রত্যাহার করে জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে। অন্যথায় তাকে অব্যাহতি দিয়ে গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে রাষ্ট্রদ্রোহিতার বিচার সম্পন্ন করতে হবে।

এমআইএস/এমকেআর



https://ift.tt/iqbPeCl
from jagonews24.com | rss Feed https://ift.tt/0uUroxJ
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url