৬ ঘণ্টা পর স্বাভাবিক উত্তরা-গাজীপুর সড়ক

রাজধানীর উত্তরায় ক্রেন থেকে গার্ডার ছিটকে পড়ে পাঁচজন নিহতের ঘটনায় উত্তরা-গাজীপুর সড়কে দীর্ঘ সময় ধরে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার পরপরই সড়কটি বন্ধ করে দেয় পুলিশ। এর প্রায় ৬ ঘণ্টার পর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) রাত ৯টা ৫৫ মিনিট থেকে এ রুটে যান চলাচল শুরু হয়।

এর আগে সোমবার বিকেল সোয়া ৪টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের প্যারাডাইস টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা ঢাকায় একটি বৌভাতের অনুষ্ঠানে অংশ নিয়ে ফিরছিলেন।

jagonews24

রাতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, গাড়িটিতে মোট সাতজন যাত্রী ছিলেন। এরমধ্যে দুই শিশু, দুই নারী ও একজন পুরুষ মারা গেছেন। নিহতরা হলেন- রুবেল (৫০), ঝরণা (২৮), ফাহিমা, জান্নাত (৬) ও জাকারিয়া (২)।

দুর্ঘটনায় হৃদয় (২৬) ও রিয়া মনি (২১) নামে নবদম্পতিও আহত হয়েছেন। তাদেরও হাসপাতালে পাঠানো হয়েছে।

স্বজনরা জানান, ফাহিমা হলেন নববধূ রিয়া মনির মা। আর ঝরণা হলেন তার খালা। রুবেল সম্পর্কে ফাহিমা-ঝরণার বেয়াই। জান্নাত ও জাকারিয়া ঝরণার সন্তান। ফাহিমা-ঝরণাদের বাড়ি জামালপুরের ইসলামপুরে। আর রুবেলের বাড়ি মেহেরপুরে।

এএএম/এএএইচ



https://ift.tt/zfio0yE
from jagonews24.com | rss Feed https://ift.tt/hW35gCc
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url