বিচারক-পুলিশকে হুমকি: ইমরান খানের বিরুদ্ধে এফআইআর

বিচারক ও পুলিশ কর্মকর্তাদের প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির সভাপতি ইমরান খানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ইসলামাবাদের মারগাল্লা থানায় সন্ত্রাসবিরোধী আইনের সাত নম্বর ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।

শনিবার (২০ আগস্ট) ইসলামাবাদের এফ-৯ পার্কে বক্তৃতায় ইমরান খান ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, এক নারী বিচারক, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং আমলাতন্ত্রকে প্রকাশ্যে হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। ইসলামাবাদের সমাবেশে দেওয়া বক্তব্যে ইমরান খান চিফ অব স্টাফ শাহবাজ গিলকে গ্রেফতার এবং পুলিশ অফিসারদের শারীরিক নির্যাতনের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন।

এক প্রতিবেদনে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, এফআইআরে বলা হয়েছে, সম্প্রতি এফ-৯ পার্কে পিটিআই (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ)-এর সভায় ইমরান খান পুলিশ কর্মকর্তাদের হুমকি দিয়েছেন। এমনকি রেহাই পাননি এক নারী বিচারকও। উসকানিমূলক ভাষণ দেওয়ার অভিযোগে ইমরানের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

এদিন বক্তৃতায় ইমরান খান পুলিশ কর্মকর্তাদের, বিশেষ করে আইজি এবং ডিআইজিকে শাহবাজ গিলের সঙ্গে দুর্ব্যবহারের জন্য ভয়াবহ পরিণতির জন্য সতর্ক করেছিলেন। তিনি বলেন, ‘আইজিপি ও ডিআইজি, আমরা আপনাদের রেহাই দেবো না।’ এসময় পিটিআইয়ের বিরুদ্ধে পক্ষপাতমূলক অবস্থান নেওয়ার জন্য অতিরিক্ত দায়রা জজ জেবা চৌধুরীকেও আক্রমণ করেন ইমরান খান। তিনি বলেন, ‘জেবা প্রস্তুত থাকুন, আমরা আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবো।’

বিচারক জেবা চৌধুরী শাহবাজ গিলকে দুদিনের রিমান্ড দিয়েছিলেন। একই সঙ্গে পুলিশ কর্মকর্তাদের তাকে আদিয়ালা কারাগার রাওয়ালপিন্ডিতে নিয়ে যাওয়ার নির্দেশও দিয়েছিলেন।

কেএসআর/



https://ift.tt/iDXFfQx
from jagonews24.com | rss Feed https://ift.tt/Wanwu4Z
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url