রাত ১২টা বাজার অপেক্ষায় পাম্পের বিদ্যুৎ বন্ধের অভিযোগ

তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। শুক্রবার (৫ আগস্ট) রাত ১২টার পর নতুন দাম কার্যকর হবে। কিন্তু রাত ১১টার দিকেই বিদ্যুৎ বন্ধ করে মোটরসাইকেলচালক ও গাড়িচালকদের ইচ্ছাকৃত অপেক্ষায় রাখার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (৫ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বাড্ডা লিংক রোড সংলগ্ন সিটিজেন পাম্পে গিয়ে এমন চিত্র দেখা যায়।

সিটিজেন পাম্পে গিয়ে দেখা যায়, তেলের দাম বাড়ানোর ঘোষণা শুনেই তেলের পাম্পে ভিড় করেছেন মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির চালকরা।

এসময় আশপাশের মার্কেট ও দোকানে বিদ্যুৎ থাকলেও হঠাৎ বন্ধ হয়ে যায় পাম্পের বিদ্যুৎ। এসময় উত্তেজিত হয়ে যান মোটরসাইকেল চালকরা।

একাধিক মোটরসাইকেলচালক জাগো নিউজকে বলেন, বিদ্যুৎ আছে। অথচ তারা ইচ্ছে করেই ১২ বাজার অপেক্ষায় বন্ধ রাখছে।

পরে পাম্পের ম্যানেজারের সঙ্গে কথা বলতে গেলে তিনি বলেন, জেনরেটর চালু করে দিচ্ছি। তবে, নাম বলতে রাজি হননি তিনি।

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। শুক্রবার রাত ১২টা থেকে এটি কার্যকর হবে। নতুন দাম অনুযায়ী ডিজেল ও কেরোসিন প্রতি লিটার ১১৪ টাকা, অকটেন ১৩৫ এবং পেট্রল ১৩০ টাকা করা হয়েছে।

এমআইএস/ইএ



https://ift.tt/fTlU67s
from jagonews24.com | rss Feed https://ift.tt/7jv1Ci8
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url