স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানে ২ দিনে বন্ধ হলো ৫২৪ প্রতিষ্ঠান

বেসরকারি হাসপাতাল-ক্লিনিক ও ডায়াগনস্টিকের সেন্টারের বিরুদ্ধে অভিযানে দুদিনে ঢাকা মহানগরসহ দেশের আট বিভাগে ৫৩৪ প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে সবচেয়ে বেশি খুলনায় ১৪৯টি প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। একই সঙ্গে অভিযানে জরিমানা করা হয়েছে নয় লাখ ১৫ হাজার টাকা।

মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়, দুদিনে ঢাকা মহানগরীতে বন্ধ করা হয়েছে ১৫টি প্রতিষ্ঠান। তবে এখানে কাউকে জরিমানা করা হয়নি। আর ঢাকা বিভাগে বন্ধ করা হয়েছে ১৪৫টি প্রতিষ্ঠান। জরিমানা করা হয়েছে এক লাখ টাকা।

চট্টগ্রাম বিভাগ এবং ময়মনসিংহ বিভাগে যথাক্রমে ৭৬টি ও ৫৪টি প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। খুলনা বিভাগে বন্ধ হয়েছে ১৪৯টি। পাশাপাশি এ বিভাগে আর্থিক জরিমানা করা হয়েছে ৮০ হাজার টাকা। রাজশাহীতে বন্ধ হয়েছে ৫৩টি প্রতিষ্ঠান ও জরিমানা করা হয়েছে সাত লাখ ১৫ হাজার টাকা। বরিশালে বন্ধ হয়েছে ১২টি প্রতিষ্ঠান ও জরিমানা করা হয়েছে ২০ হাজার টাকা। রংপুর বিভাগে ১৯টি ও সিলেট বিভাগে একটি প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে।

এএএম/আরএডি



https://ift.tt/4NGu1j2
from jagonews24.com | rss Feed https://ift.tt/eLlOHpR
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url