কলকাতায় পথ চলা শুরু ‘ইন্দো বাংলা প্রেস ক্লাব’ এর 

ভারতের কলকাতায় ‘ইন্দো বাংলা প্রেস ক্লাব’ নামে একটি সংগঠন যাত্রা শুরু করেছে। মূলত কলকাতায় কর্মরত বাংলাদেশি গণমাধ্যমের সাংবাদিকদের জন্য গড়ে তোলা হয়েছে এটি। বুধবার (২৪ আগস্ট বিকেলে কেক কেটে এ প্রেস ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ভারতীয় সংস্কৃতির তীর্থস্থান বলা হয় কলকাতাকে। কিন্তু কর্মরত বাংলাদেশি গণমাধ্যমের কর্মীদের কোনো সংগঠন ছিল না এ শহরে, ছিল কোনো প্রেস ক্লাব। চেষ্টা যে করা হয়নি, তা নয়। কিন্তু নানা কারণে এ স্বপ্ন বাস্তবায়িত হচ্ছিল না। অবশেষে আগ্রহী গণমাধ্যমকর্মীদের ঐকান্তিক প্রচেষ্টায় আজ সে স্বপ্ন সফল হয়েছে।

jagonews

কলকাতার এন্টালি থানার পি-৭৩, সিআইটি সড়কের দেব লেন, প্রথম তল, কলকাতা-১৪ প্রেস ক্লাবটির অস্থায়ী ঠিকানা। আপাতত এখান থেকেই এটির কার্যক্রম চলবে। যদিও খুব শিগগির স্থায়ী ঠিকানার ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে।

উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রেস ক্লাবটির সভাপতি ও এটিএন বাংলার প্রতিনিধি কিংশুক চক্রবর্তী। বক্তব্যের শুরুতেই প্রেস ক্লাবের সহ-সভাপতি ও ৭১ টেলিভিশনের প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তী এ সংগঠনের প্রয়োজনীয়তা তুলে ধরে বিস্তারিত ব্যাখ্যা দেন।

সত্যজিৎ চক্রবর্তী বলেন, কলকাতায় কর্মরত বাংলাদেশি গণমাধ্যমের কর্মীদের কোনো সাংগঠনিক অস্তিত্ব ছিল না। এ সংগঠনের মধ্য দিয়ে আজ সে অস্তিত্ব প্রতিষ্ঠিত হলো।

তিনি আরও বলেন, আগামী দিনের সাংবাদিকদের পাশে থেকে সংগঠনটি যাতে কাজকর্ম চালিয়ে যেতে পারে, সেদিকে লক্ষ্য রাখা হবে। যেহেতু দুই দেশের কূটনৈতিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আমাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

এ প্রেস ক্লাব কীভাবে গনমাধ্যমের পাশে দাঁড়াবে, কীভাবে সহায়তা করবে তার বিস্তারিতভাবে তুলে ধরেন প্রেস ক্লাবটির মুখপাত্র ও বাংলাদেশ প্রতিদিনের কলকাতা প্রতিনিধি দীপক দেবনাথ।

প্রেস ক্লাবটির আনুষ্ঠানিক যাত্রা নিয়ে দীপক দেবনাথ বলেন, আজকের দিনটি খুবই আনন্দের ও ভালো লাগার। কলকাতায় কর্মরত বাংলাদেশি বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের বহুদিনের প্রচেষ্টায় এ স্বপ্ন বাস্তবায়িত হলো। যদিও এখনো অনেক পথ চলা বাকি।

তিনি আরও বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সে ক্ষেত্রে রাষ্ট্রের প্রতি গণমাধ্যমের আলাদা দায়িত্ব থাকে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমাদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে আমাদের দায়িত্বটা একটু বেশি। যেহেতু আমরা একদিকে ভারতীয় নাগরিক, অন্যদিকে বাংলাদেশের গণমাধ্যমে যুক্ত। তাই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে এ প্রেস ক্লাবের সদস্যরা চেষ্ট চালিয়ে যাবেন।

jagonews

এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর প্রতিনিধি অমর সাহা, চ্যানেল টোয়েন্টি ফোর ও সমকাল পত্রিকার প্রতিনিধি শুভজিৎ পুততুণ্ড, চ্যানেল টোয়েন্টি ফোরের ভিডিও জার্নালিস্ট বিক্রম লাহা, জাগোনিউজ২৪.কমের প্রতিনিধি জ্যোতির্ময় দত্ত, ইত্তেফাকের প্রতিনিধি তারিক হাসান।

আরও উপস্থিত ছিলেন বাংলানিউজ২৪.কম ও নিউজ টোয়েন্টি ফোরের প্রতিনিধি ভাস্কর সর্দার, প্রথম আলোর চিত্র সাংবাদিক ভাস্কর সরদার, দৈনিক সংবাদের প্রতিনিধি দীপক মুখার্জি, যমুনা টেলিভিশনের কলকাতা প্রতিনিধি সুকান্ত চট্টোপাধ্যায়, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি দেবপ্রসাদ অধিকারী, নিউজ টোয়েন্টি ফোরের ভিডিও জার্নালিস্ট শাকিল আবেদীন প্রমুখ।

উদ্বোধন অনুষ্ঠানে প্রেস ক্লাবটির নতুন এক্সিকিউটিভ কমিটিও গঠন করা হয়। ওই কমিটিতে সভাপতি হন কিংশুক চক্রবর্তী, সহ-সভাপতি সত্যজিৎ চক্রবর্তী, সম্পাদক শুভজিৎ পুততুণ্ডু, কোষাধ্যক্ষ দীপক দেবনাথ, আহ্বায়ক ভাস্কর সরদার। বোর্ড সদস্য হিসেবে থাকছেন সুকান্ত চট্টোপাধ্যায় ও ধর্মেন্দ্র সিং। আমন্ত্রিত মুখ্য উপদেষ্টা করা হয় এটিএন বাংলার পরিচালক তপন রায়কে।

প্রথম আলোর সাংবাদিক অমর সাহা এ উদ্যোগকে অত্যন্ত স্বাগত জানিয়েছেন। এছাড়া তিনি আশ্বাস দেন যে, আগামী দিনে এ সংগঠনের পাশে থেকে সবরকমের সহায়তা করবেন।



https://ift.tt/Mub9ZQE
from jagonews24.com | rss Feed https://ift.tt/hS5IkQ0
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url