মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনা: আহত আরও একজনের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আহত তাসফির হাসান পাভেল (১৮) নামে আরও একজন মারা গেছেন। শনিবার রাত ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

চমেক হাসপাতাল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ জনে।

গত ২৯ জুলাই দুপুরে চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন আরও ছয়জন।

পরে গত ৫ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান আয়াতুল ইসলাম আয়াত (২০) নামে একজন।

ওই মাইক্রোবাসে ১৮ জন তরুণ-যুবক খৈয়াছড়া ঝরনা দেখে ফিরছিলেন। ফেরার পথে মাইক্রোবাসটি লেভেল ক্রসিংয়ে উঠে পড়লে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেন মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। হতাহতরা সবাই ‘আরঅ্যান্ড জে কোচিং সেন্টার’ নামে একটি কোচিং সেন্টারের ছাত্র-শিক্ষক।

ইকবাল হোসেন/এমএইচআর



https://ift.tt/E1Re9b0
from jagonews24.com | rss Feed https://ift.tt/lQ0G8kz
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url