চা শ্রমিকদের দাবি বিবেচনার অনুরোধ হানিফের

মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলনরত চা শ্রমিকদের দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনা করার জন্য বাগান মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

শুক্রবার (১৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে এক স্ট্যাটাসে হানিফ লেখেন, ‘চা বাগানের মালিকদের প্রতি অনুরোধ, শ্রমিকদের দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনা করুন।’

সম্প্রতি ঢাকা, সিলেট, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে চা শ্রমিকদের দৈনিক মজুরি বাড়ানোর দাবি ওঠে। এনিয়ে ধর্মঘট, মানববন্ধন, সমাবেশ হচ্ছে। কিন্তু বিষয়টির এখনো কোনো সুরাহা হয়নি। এছাড়া একজন শ্রমিকের দৈনিক মজুরি ১২০ টাকা বর্তমান বাজারে খুবই অমানবিক হিসেবে উল্লেখ করছে বিভিন্ন মহল। 

এরইমধ্যে চা-শ্রমিক, মালিক ও শ্রম অধিদপ্তরের মধ্যে অনুষ্ঠিত দুই দফার বৈঠকে মালিকপক্ষ শ্রমিকদের দৈনিক ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকার প্রস্তাব দিয়েছে। এ প্রস্তাবে শ্রমিকরা রাজি না হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শ্রমিকরা দৈনিক মজুরি ৩০০ টাকায় উন্নীত করা ছাড়া কোনো অবস্থাতেই কর্মসূচি স্থগিত করবে না বলে জানিয়েছে।

দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার সিলেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন চা শ্রমিকরা। দাবি আদায়ে আগামী শনিবার থেকে সিলেটে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা।

লাগাতার আন্দোলনে প্রতিদিন ব্যাহত হচ্ছে কোটি কোটি টাকার চা উৎপাদন। এমনকি চলমান আন্দোলনে দেশের চা রপ্তানিও বহুলাংশেই থমকে দাঁড়িয়েছে।

এরমধ্যে গত ১৭ আগস্ট রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে চা-বাগান মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরীর বৈঠক হয়। সন্ধ্যায় ৬টার দিকে শুরু হওয়া বৈঠক শেষ হয় রাত ১১টায়। চা শ্রমিকদের মজুরি নির্ধারণে প্রায় ৫ ঘণ্টার মতো ত্রিপক্ষীয় বৈঠকের পরও কোনো সমঝোতা হয়নি।

চা বাগান সূত্রে জানা গেছে, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ, বাহুবল, চুনারুঘাট, মাধবপুর উপজেলার পাহাড়ি অঞ্চলের প্রায় ১৫ হাজার ৭০৩.২৪ হেক্টর জমিতে ২৫টি ফ্যাক্টরিযুক্ত চা বাগান রয়েছে। এছাড়া ফাঁড়িসহ প্রায় ৪১টি বাগানের প্রায় প্রতি হেক্টর জমিতে ২২-২৫শ কেজি চা পাতা উৎপাদন হয়। এসব বাগানে বছরে ১ কোটি ৩০ লাখ কেজি চা উৎপাদন হয়ে থাকে।

৩০০ টাকা মজুরির দাবিতে ৯ আগস্ট থেকে চার দিন দুই ঘণ্টা করে কর্মবিরতি এবং গত শনিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট করছেন চা-শ্রমিকেরা।

এসইউজে/এমকেআর



https://ift.tt/iqbPeCl
from jagonews24.com | rss Feed https://ift.tt/NlrmfZn
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url