ডিএসইর এমডির পদত্যাগপত্র গ্রহণ, ৮ সেপ্টেম্বর থেকে কার্যকর

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভুঁইয়ার পদত্যাগপত্র গ্রহণ করেছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। আগামী ৮ সেপ্টেম্বর তার পদত্যাগ কার্যকর হবে।

ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বছরের জুলাই মাসে তিন বছরের জন্য ডিএসই’র এমডি হিসেবে নিয়োগ পান অস্ট্রেলিয়া প্রবাসি তারিক আমিন ভূঁইয়া। সম্প্রতি কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি।

গত সোমবার (২২ আগস্ট) ডিএসই থেকে ১২৭ জন কর্মকর্তার পদোন্নতি সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে জিএম থেকে সিনিয়র জিএম পদে ২ জন, ডিজিএম থেকে জিএম পদে ৩ জন, এজিএম থেকে ডিজিএম পদে ৩ জন, সিনিয়র ম্যানেজার থেকে এজিএম পদে ১৯ জন, ম্যানেজার থেকে সিনিয়র ম্যানেজার পদে ১৫ জন, ডেপুটি ম্যানেজার থেকে ম্যানেজার পদে ২৯ জন, সিনিয়র এক্সিকিউটিভ থেকে ডেপুটি ম্যানেজার পদে ২৯ জন এবং এক্সিকিউটিভ থেকে ডেপুটি ম্যানেজার পদে ১০ জনকে পদোন্নতি দেওয়া হয়।

এছাড়া জুনিয়র এক্সিকিউটিভ থেকে এক্সিকিউটিভ পদে ৬ জন, সিনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট থেকে জুনিয়র এক্সিকিউটিভ পদে একজন, অফিস অ্যাসিস্ট্যান্ট থেকে সিনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পদে দুই জন, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট থেকে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে একজন এবং জিএসএস থেকে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পদে ৬ জনকে পদোন্নতি দেওয়া হয়।

অভিযোগ ওঠে এনআরসিকে (নমিনেশন অ্যান্ড রিমিউনারেশন কমিটি) বাদ দিয়ে এমডি একক সিদ্ধান্তে তিন কর্মকর্তাকে ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) থেকে জিএম করেছেন। ডিএসইর নিয়ম অনুসারে ডিজিএম পর্যায়ের কোনো কর্মকর্তাকে পদোন্নতি দিতে এনআরসির সুপারিশ লাগে। কমিটি যাচাই-বাছাই করে পদোন্নতির সুপারিশ করে।

ডিএসইর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এমন পদোন্নতি দেওয়ায় ২২ আগস্ট অনুষ্ঠিত ডিএসইর পরিচালনা পর্ষদ সভায় এমডি তারেক আমিন ভূইয়াকে তোপের মুখে পড়তে হয়। এমনকি পর্ষদ সভার একটা পর্যায়ে তাকে সভায় না রাখার সিদ্ধান্ত হয়। ফলে এমডির অনুপস্থিতিতে পর্ষদ সভার ওই অংশ অনুষ্ঠিত হয়। এমন পরিস্থিতিতে একদিন না যেতেই ২৩ মে ই-মেইল চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র জমা দেন ডিএসইর এমডি।

পদত্যাগপত্রে তিনি অক্টোবরের শেষে অর্থাৎ দুই মাস পরে ডিএসইর এমডি পদে থেকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন। তবে বৃহস্পতিবার অনুষ্ঠিত পর্ষদ সভায় তাকে দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে। সে হিসাবে আগামী ৮ সেপ্টেম্বর তার পদত্যাগ কার্যকর হবে।

এ বিষয়ে ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমান জাগো নিউজকে বলেন, এমডি যে পদত্যাগপত্র জমা দিয়েছেন আজ পর্ষদ সভায় তা গ্রহণ করা হয়েছে। আমরা পর্যালোচনা করে তাকে দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে। সে হিসাবে আগামী ৮ সেপ্টেম্বর তার পদত্যাগপত্র কার্যকর হবে।

এ সময়ের মধ্যে নতুন এমডি নিয়োগ দেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, হয় তো এ সময়ের মধ্যে নতুন এমডি নিয়োগ দেওয়া সম্ভব হবে না। তবে আমরা নতুন এমডি নিয়োগ দেওয়ার বিষয়ে সব ধরনের পদক্ষেপ নেবো।

এমএএস/ইএ



https://ift.tt/FRW2jBd
from jagonews24.com | rss Feed https://ift.tt/Vemj5ub
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url