এবার মেঘনার পানি কুণ্ডলী পাকিয়ে আকাশে ওঠার ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীর পানি কুণ্ডলী আকারে আকাশে ওঠার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার টাংকি মাছঘাটের মৎস্য আড়তের কর্মচারী মজিদ হোসেন উমর তার ফেসবুক আইডিতে ভিডিওটি পোস্ট করেন।

মজিদের পোস্ট করা ভিডিও’র ক্যাপশনে লেখা হয়, ‘ইয়া আল্লাহ, প্রকৃতির কি ভয়ংকর রূপ..সরাসরি আজ নিজ চোখে দেখলাম.... স্থান- টাংকি ঘাট, রামগতি।’

তবে উপজলা প্রশাসন ও স্থানীয় মাছ ব্যবসায়ীরা জানিছেন, আকাশের দিকে পানি ওঠা বা জলকুণ্ডলীর কোনো ঘটনা তারা দেখেননি। এ সম্পর্কেও জানেনও না।

আরও পড়ুন>> আকাশে উড়ে গেলো হাওরের পানি, এলাকায় চাঞ্চল্য

এদিকে, বিকেল সাড়ে ৪টার দিকে একই ভিডিও নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করে উপজেলার চরগাজী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সজিব জমিদার।

তার ওই পোস্টে মাকসুদুর রহমান আপন নামে একজন ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করেন, তিনি দৃশ্যটি দেখেছেন। বিকেল ৩টা ২০ মিনিটের দিকে ওই দৃশ্য দেখা যায়।

ভিডিও ধারণকারী মজিদ লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনি মোহন ইউনিয়নের মজুচৌধুরীর হাট এলাকার বাসিন্দা। তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন। রামগতির টাংকি ঘাটে এক আত্মীয়ের মৎস্য আড়তে তিনি চাকরি করেন।

জানতে চাইলে মজিদ হোসেন উমর বলেন, আমি টাংকি ঘাটে একটি আড়তে চাকরি করি। দুপুরের খাওয়া শেষে নদীর পাড়ে বসেছিলাম। হঠাৎ ঘাটের অদূরে নদীর পানি আকাশের দিকে উঠতে দেখা যায়। তাৎক্ষণিক ভিডিওটি মোবাইলে ধারণ করি। পরে এটি পোস্ট করেছি।

টাংকি ঘাটের মাছ ব্যবসায়ী আব্দুর রব বলেন, আমিও বিকেলে ঘাটেই ছিলাম। আকাশের দিকে পানি ওঠার কোনো দৃশ্যই চোখে পড়েনি। কে বা কারা একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। অনেকেই আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন। কিন্তু এমন কোনো দৃশ্য আমার চোখে পড়েনি।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী বলেন, বিকেলে টাংকি ঘাটে ইউপি প্যানেল চেয়ারম্যান উপস্থিত ছিলেন। এ ধরনের দৃশ্য তিনি দেখেননি। এছাড়া স্থানীয়দের সঙ্গেও কথা হয়েছে। তারাও ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারেননি।

গত ২৩ জুলাই সন্ধ্যায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর বারহালি চাতলা বিলের কাছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ হাওর হাকালুকিতে জলকুণ্ডলী আকাশে ওঠার দৃশ্য দেখা যায়। ওই ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

আরও পড়ুন>> হাকালুকির আকাশে জলকুণ্ডলী আসলে কী ছিল?

ওই ঘটনার পর বৈজ্ঞানিক ব্যাখ্যা তুলে ধরেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।

তিনি জানান, হাকালুকি হাওরের ওপর একটি টর্নেডো হয়েছে। মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার হাকালুকি হাওরে যে অতিপ্রাকৃতিক ঘটনা ঘটেছে, আবহাওয়া বিজ্ঞানের ভাষায় সেটিকে ‘ওয়াটারস্পাউট’ বা জলজ টর্নেডো বলে।

কাজল কায়েস/এএএইচ



https://ift.tt/zirdVKt
from jagonews24.com | rss Feed https://ift.tt/BqK5tnO
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url