রংপুরে দুই বাসের সংঘর্ষে ৯ জন নিহতের ঘটনায় চালক গ্রেফতার

রংপুরের তারাগঞ্জে দুই বাসের সংঘর্ষে নয়জন নিহতের ঘটনায় বাসচালক দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

দুর্ঘটনার ২০ দিন পর শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় তারাগঞ্জের ইকরচালী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে হাইওয়ে থানা পুলিশ। গ্রেফতার দেলোয়ার কিশোরগঞ্জ জেলা সদরের রঘুনন্দন গ্রামের বাসিন্দা।

তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনার পর থেকে দেলোয়ার আত্মগোপনে ছিলেন। তিনি জোয়ানা পরিবহনের চালক। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন>> রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৯

এর আগে রোববার (৪ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিক বৃষ্টির মধ্যে রংপুর-দিনাজপুর মহাসড়কের শলেয়াশাহ খারুভাজ সেতুর কাছে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী জোয়ানা পরিবহনের সঙ্গে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইসলাম পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাঁচজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা যান। দুর্ঘটনায় আহত হন অর্ধশতাধিক যাত্রী। এ ঘটনায় তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ বাদী হয়ে মামলা দায়ের করেন।

জিতু কবীর/এমএএইচ/



https://ift.tt/N7Bideo
from jagonews24.com | rss Feed https://ift.tt/BmhYfpG
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url