উত্তরায় ছিনতাইকারীকে ধরলেন ভিক্ষুক

রাজধানীর উত্তরায় তরুণীর স্বর্ণের চেইন ছিনিয়ে পালানোর সময় সবুজ (৩৬) নামে এক ছিনতাইকারীকে ধরে পুলিশে দিয়েছেন ভিক্ষুক বাবর মিয়া।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার উত্তরা পশ্চিম থানার তিন নম্বর সেক্টরের কুশল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। রাতে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন।

আটক ছিনতাইকারী সবুজ পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার সিদ্দিকুর রহমানের ছেলে। আর ভিক্ষুক বাবর মিয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনরগর উপজেলার তনু শেখের ছেলে।

ছিনতাইকারী সবুজ

ওসি মোহসীন বলেন, ভুক্তভোগী আঁখি মনি সিভা উত্তরায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। মঙ্গলবার সন্ধ্যায় অফিস শেষে বাড়ি ফেরার পথে তার গলার চেইন টান দিয়ে দৌড় দেয় ছিনতাইকারী সবুজ। এসময় ভুক্তভোগী সিভা চিৎকার করলে আশেপাশের লোকেরা সবুজের পিছু নেয়। সেখানে দাঁড়িয়ে ভিক্ষা করছিলেন ভিক্ষুক বাবর মিয়া। সবুজকে পালাতে দেখে তিনি পথরোধ করেন এবং হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করে ফেলে দেন, এরপর ঝাপটে ধরেন। পরে আশেপাশের লোকসহ তাকে পুলিশে সোপর্দ করেন।

তিনি আরও বলেন, পুলিশের ভয়ে সবুজ ছিনতাই করা চেইন গিলে ফেলেন। পরে আবার বমি করে সেই চেইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা করা হয়েছে।

টিটি/আরএডি



https://ift.tt/cP4R9pd
from jagonews24.com | rss Feed https://ift.tt/AtFxTcu
via IFTTT
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url